West Bengal News LIVE: যাদবপুরকাণ্ড নিয়ে রাজ্যপালকে রিপোর্ট উপাচার্যের
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: যাদবপুরকাণ্ডে হাইকোর্টের নির্দেশের পর ইন্দ্রানুজের অভিযোগের পরিপ্রেক্ষিতে FIR দায়ের পুলিশের। গভীর রাতে আহত ছাত্রের ২ তারিখে করা অভিযোগ গ্রহণ করল পুলিশ।ভূতুড়ে ভোটার খুঁজতে তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠক। নেই অভিষেক। ১৫ মার্চ আলাদা বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। করবেন ভিডিও কনফারেন্সিং। থাকবেন জেলা সভাপতিরা।হালতুতে শিশুকে খুন করে আত্মঘাতী দম্পতি। মামা-মামির পর এবার গ্রেফতার লোন এজেন্ট। টাকা ফেরত পেতে চাপ দেওয়ার অভিযোগ। দেওয়ালে দম্পতির লিখে যাওয়া নামের সূত্রে গ্রেফতার।
Fake Voter: ভোটার তালিকায় মৃত ভোটারের নাম
এবার দক্ষিণ ২৪ পরগনার সাগরে মৃত মানুষের নাম ভোটার তালিকায় রেখে দেওয়ার অভিযোগ। গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকায় মৃত ভোটারের নাম। তালিকায় ৩০ থেকে ৩৫ জন এমন ভোটার রয়েছেন, যাঁদের অধিকাংশই মৃত বা ভিনরাজ্যের ভোটার!
VC On JU Incident: যাদবপুরকাণ্ড নিয়ে রাজ্যপালকে রিপোর্ট উপাচার্যের
যাদবপুরকাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন আচার্যের। যাদবপুরকাণ্ড নিয়ে রাজ্যপালকে রিপোর্ট উপাচার্যের ।কাল উপাচার্যকে বৈঠকে ডাকলেন রাজ্যপাল
এখনও হাসপাতালে ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য






















