West Bengal News Live Updates: কসবার ল কলেজের পর IIM জোকা, হস্টেলেই মনোবিদকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণাটকের ছাত্র
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
কসবার ল কলেজের পর IIM জোকা। হস্টেলেই মনোবিদকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণাটকের ছাত্র। জল, পিৎজা খাইয়ে বেহুঁশ করে নির্যাতন, বাধা দিলে মারধরের অভিযোগ।
জোকা IIM-এর মতো নামী প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি IIM-এর। অভিযোগকারিণী ইনস্টিটিউটের কেউ নন, বিবৃতি কর্তৃপক্ষের।
জোকা IIM-এ ঢোকার সময় সই করতে দেওয়া হয়নি ভিজিটর্স বুকে। ৮ ঘণ্টা ক্যাম্পাসে ছিলেন তরুণী। মধ্যাহ্নভোজের পর বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ। সিকিওরিটি ইনচার্জকে জিজ্ঞাসাবাদ।
জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেন বাবা।
অভিযোগকারিণীর বাবার দাবিতে তৃণমূলের চক্রান্ত দেখছে বিজেপি। কংগ্রেসকে সামনে রেখে কেন্দ্রীয় ইনস্টিটিউটকে কালিমালিপ্ত করার চেষ্টার অভিযোগ।
সঙ্গে সঙ্গে কীভাবে সিদ্ধান্তে? ধর্ষণ-অভিযোগে বিজেপির ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। ধামাচাপার অংশীদার বলে ২দলকেই আক্রমণে কংগ্রেস।
যৌন হেনস্থায় বেআইনি তদন্তের অভিযোগ অভয়া সেলের বিরুদ্ধে। অধ্যক্ষকে নালিশ। বিতর্কের মধ্যেই পদত্যাগ অভয়া সেলের এক সদস্যের।
AI-এর মাধ্যমে ছবি বিকৃতির অভিযোগ। পুলিশের দ্বারস্থ রাজন্যা হালদার। সোনারপুর থানায় অভিযোগ দায়ের সাসপেন্ডেড TMCP নেত্রীর। সাইবার ক্রাইমেও নালিশ।
কাটোয়া কলেজে ছাত্রভোট ছাড়াই ছাত্র সংসদ গঠন! GS, AGS-এর নাম দিয়ে বিজ্ঞপ্তি। তৃণমূলই ইউনিয়ন চালাচ্ছে, সরব বিরোধীরা। আপত্তির কিছু দেখছেন না গভর্নিং বডির প্রেসিডেন্ট।
খেজুরিতে জোড়া মৃত্যুতে তোলপাড়। পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির। সোমবার খেজুরি বনধের ডাক শুভেন্দুর।
খেজুরিতে পিটিয়ে খুনের প্রমাণ মেলেনি। বিদ্যুৎসপৃষ্ট হয়ে মৃত্যু। দুর্ঘটনার তত্ত্ব পুলিশের। হিনদু হত্যার অভিযোগ শুভেনদুর। ধর্মীয় মেরুকরণের চেষ্টা, পাল্টা তৃণমূল।
ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি খুন। ২ দিনেও গ্রেফতারি শূন্য। কে বা কাদের গুলিতে ঝাঁঝরা বিধায়ক-ধনিষ্ঠ? কেন এমন নৃশংস হত্যা? এখনও অন্ধকারে পুলিশ।
অস্ত্রে ভরে গেছে ভাঙড়। সব খোদ শাসক বিধায়ক।
ব্যারাকপুরের হাসপাতালে শাসানি কাণ্ডে জামিনের পরেও পুলিশি তলব। থানায় কৌস্তভের হাজিরা। কাঞ্চনে নিষ্ক্রিয়তায় প্রশ্ন। ভিডিও আছে? প্রশ্ন তৃণমূলের।
তৃণমূলের বোমাবাজ, চিহ্নিত পুলিশদের বাঁচানোর দায়িত্ব রাজ্যপালের। ছাব্বিশের ভোটে ক্ষমতায় আসার হুঙ্কার শমীকের। আগে তো জিতুন, পাল্টা তৃণমূল।
তৃণমূলের একুশে জুলাইয়ে সমাবেশে ঠিক ২ দিন আগে বঙ্গ সফরে মোদি।
অসমে জনজাতি সমীক্ষার নথিতে মাতৃভাষা বাংলা লিখলেই বোঝা যাবে কত বিদেশি। হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যের বিরোধিতায় তৃণমূল। বাংলাবিদ্বেষী বলে আক্রমণ।
কাশ্মীর না যাওয়ার পরামর্শ শুভেন্দুর। বিতর্ক এড়ালেন শমীক।
দেশজুড়ে রোজগার মেলায় ৫১ হাজার চাকরি। শিয়ালদা ডিআরএম অফিসে নিয়োগপত্র তুলে দিলেন সুকান্ত। রোজগার মেলার নামে ভাঁওতা, আক্রমণ তৃণমূলের।
WB News Live: উত্তর ২৪ পরগনার মাইকেলনগরে ফ্ল্যাটে ডেকে তরুণীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার জিম ট্রেনার
উত্তর ২৪ পরগনার মাইকেলনগরে ফ্ল্যাটে ডেকে তরুণীকে ধর্ষণের চেষ্টা, মারধরের অভিযোগ এক জিম ট্রেনারকে গ্রেফতার করল পুলিশ। তরুণীর দাবি, ধৃতের সঙ্গে তাঁর ফেসবুকে আলাপ হয়েছিল।
West Bengal News Live: খেজুরিতে জলসায় দু'জনের রহস্যমৃত্যু ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ
খেজুরিতে জলসায় দু'জনের রহস্যমৃত্যু ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ! খুনের অভিযোগে অনড় নিহত দু'জনের পরিবার! তৃণমূলের ব্লক সভাপতি-সহ ১৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলেও কাউকে এখনও ধরতে পারেনি পুলিশ। অন্যদিকে, এদিনও তৃণমূলকে নিশানা করেছেন শুভেনদু অধিকারী। উত্তর এসেছে তৃণমূলের তরফেও। আগামীকাল খেজুরি বনধের ডাক দিয়েছে বিজেপি।






















