West Bengal News Live Updates: তিলজলা রোডে ৭ বছরের নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগ
West Bengal news live updates : স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি।
LIVE
Background
কলকাতা: শনির পর রবি। বিতর্কের পরও নিয়োগ দুর্নীতিতে বাম (CPIM) জমানাকে নিশানা করতে গিয়ে প্রয়াত বাবাকে নিয়ে করা মন্তব্যে অনড় উদয়ন (Udayan Guha)। বাবাকে ঢাল করে তৃণমূলের (TMC) দুর্নীতি ঢাকতে পারবেন না, উদয়নকে নিশানা বামেদের (CPIM)। পিসি-ভাইপোর কাছে ভাল থাকতে প্রয়াত বাবাকেও ছাড়ছেন না, কটাক্ষ শুভেন্দুর (Suvendu Adhikari)।
বেলানগরে ইন্টারলকিংয়ের কাজ। সারাদিন হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বন্ধ লোকাল ট্রেন। জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য চলবে ২ জোড়া স্পেশাল ট্রেন। ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য কর্ড লাইনে সব লোকাল বন্ধ। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত লোকাল বন্ধ। পূর্ব রেলের তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বেলানগর স্টেশনে ১১ ঘণ্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। শনিবার মাঝরাত থেকে রবিবার সারা দিন হাওড়া-বর্ধমান ও বর্ধমান-হাওড়া কোনও লোকাল ট্রেন না চললেও যাত্রীদের কথা মাথায় রেখে ডানকুনি-বর্ধমান ও বর্ধমান-ডানকুনি কিছু স্পেশাল ট্রেন চালানো হবে। রবিবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা থাকায় হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ২ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। বর্ধমান থেকে সেই ট্রেন ২টি ছাড়বে সকাল ৮টা ১০ ও সকাল ৯টা ১৫-এ। সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন।
কলকাতায় ফের করোনা আক্রান্তের মৃত্যু। পরিবারের অভিযোগ, করোনা পজিটিভ হওয়ার পরে, রোগীকে অন্যত্র স্থানান্তরের জন্য চাপ দেয় সল্টলেক আমরি কর্তৃপক্ষ। যদিও, সল্টলেক আমরি কর্তৃপক্ষের দাবি, আইসোলেশন বেড অপ্রতুল। সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য রোগীকে বেলেঘাটা আইডি-তে স্থানান্তরের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।
ফের সিপিএমকে কার্যত বয়কটের ডাক দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিজের পুরোনো বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে আক্রমণ শানালেন তিন। যদিও তাঁর মন্তব্যের সঙ্গে একমত নন পুরমন্ত্রী। তাঁর দাবি, দল নয়, মানুষ আগে। বড় নেতা হওয়ার জন্য এসব বলছেন, কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী।
দলনেত্রীর বার্তার পরেও নানুরে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পার্টি অফিসের মধ্যেই অনুব্রত অনুগামী ও কাজল ঘনিষ্ঠদের হাতাহাতি। তৃণমূলের নানুর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতিকে মারধরের অভিযোগ। বাঁচতে পার্টি অফিস থেকে ছুটে গিয়ে নানুর থানায় আশ্রয় সংখ্যালঘু সেলের নেতার। মারধরের অভিযোগ অস্বীকার কাজল শেখের ঘনিষ্ঠ তৃণমূলের নানুর ব্লক সভাপতির।
পঞ্চায়েত ভোটের আগে বারুদের স্তূপে বীরভূম। মল্লারপুরের জবুনি গ্রামে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা, আগ্নেয়াস্ত্র
ও গুলি উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে একজনকে। অন্যদিকে, নলহাটিতে উদ্ধার তাজা বোমা
নিয়োগ দুর্নীতি নিয়ে বাম জমানাকে নিশানা করতে গিয়ে নিজের প্রয়াত বাবাকেই কাঠগড়ায় তুললেন ছেলে!! প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহর বিরুদ্ধে বিস্ফোরক তাঁরই ছেলে উদয়ন গুহ। এই ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে কুলাঙ্গার বলে কটাক্ষ করেছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক।
বাবা কমল গুহ প্রসঙ্গে বিস্ফোরক ছেলে উদয়ন গুহ। উনি পাগলের মতো কী বলেছেন জানা নেই, কটাক্ষ ফিরহাদের। চিরকুটে লোক ঢোকানো যায় না, অন্তত একটা অ্যাপ্লিকেশন লাগে। ৭০-এর দশকে হতে পারে, নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পরে আর হয় না। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে কটাক্ষ পুরমন্ত্রীর।
সিপিএমে যোগ দেওয়ায় তুফানগঞ্জে একাধিক সোলার প্যানেল খুলে নিয়ে যাওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা।
West Bengal News Live Update: শনিবার হাতাহাতি আর রবিবার তৃণমূল অফিসে তালা
শনিবার হাতাহাতি আর রবিবার তৃণমূল অফিসে তালা! তৃণমূল নেত্রীর কড়া বার্তার পরেও নানুরে তৃণমূলের কোন্দলে কার্যত বিরাম নেই! এই পরিস্থিতিতে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকে সতর্ক করা হল নানুরের ব্লক সভাপতি ও স্থানীয় তৃণমূল বিধায়ককে। অনুব্রত মণ্ডলের দেখানো পথেই বীরভূমে পঞ্চায়েত ভোট করানোর ব্যাপারে একমত হয়েছে জেলা তৃণমূলের কোর কমিটি।
WB News LIVE Updates: তিলজলা রোডে ৭ বছরের নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগ
তিলজলা রোডে ৭ বছরের নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগ। সকাল ৮টা থেকে নিখোঁজ ছিল, থানায় অভিযোগ দায়ের করে পরিবার। পাশের বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল নাবালিকাকে, দেখা গেছে সিসিটিভিতে। তল্লাশির পরেও নাবালিকার খোঁজ পায়নি পুলিশ। পরে পাশের বিল্ডিংয়ের ১টি তালাবন্ধ ফ্ল্যাটে স্যুটকেসের ভিতরে গলা কাটা অবস্থায় উদ্ধার, স্থানীয় সূত্রে খবর। পুলিশের গাফিলতির অভিযোগে তিলজলা থানার বাইরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।
West Bengal News Live Update: বগটুইয়ের 'মন কি বাত'
তৃণমূলের নেতারা একের পর এক দুর্নীতিতে জড়াচ্ছেন। তাই তৃণমূলের পাশে, নয় রয়েছেন বিজেপিতেই, স্পষ্ট করে জানালেন বগটুুইয়ের স্বজনহারা মিহিলাল শেখ। রবিবার তাঁর বাড়িতে গিয়ে মন কি বাত অনুষ্ঠান শোনাল বিজেপি নেতৃত্ব। সরকারি সুযোগ-সুবিধা, চাকরি নেওয়ার পরও অবস্থান বদল কেন? প্রশ্ন তুলেছে তৃণমূল।
WB News LIVE Updates: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা বিজেপির
পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা বিজেপির। নন্দীগ্রামে ১ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ১৪ আসনে প্রার্থী ঘোষণা। পঞ্চায়েত সমিতির ৩টি আসনে প্রার্থী ঘোষণা গেরুয়া শিবিরের। 'দলের অনুমোদন নিয়ে ঘোষণা', দাবি বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের।
West Bengal News Live Update: স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর
স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি। অন্যদিকে, বাঁকুড়ার কোতুলপুর, জয়পুরে প্রবল ঝড়, শিলাবৃষ্টি। ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষকদের।