West Bengal News LIVE Updates: 'পশ্চিমবঙ্গ যে টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেয়, তা অন্য কোনও রাজ্য দেয় না', উত্তরবঙ্গে গিয়ে দাবি মুখ্যমন্ত্রীর
West Bengal News Updates: সব খবরের আপডেট পেতে চোখ রাখুন...

Background
কলকাতা : ভর সন্ধেয় বেলঘরিয়ার ফিডার রোডে 'গুলি'। ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীদের গুলি, অভিযোগ স্থানীয়দের। ছিনতাই করে পালানোর সময় বাইক আরোহী দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন স্থানীয়রা। এক দুষ্কৃতীকে ধরে ফেললে, আরেক দুষ্কৃতী ২ রাউন্ড গুলি চালায়। গুলি চালিয়ে বাইকে করে খড়দার দিকে চম্পট ২ দুষ্কৃতীর, দাবি স্থানীয়দের। ফিডার রোডের মতো জনবহুল এলাকায় 'গুলি', আতঙ্কে এলাকাবাসী।
জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের তালপুকুরে দুই পুজো কমিটির বিবাদকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ দিতে বাধা ও হেনস্থা করার অভিযোগ। প্রতিবাদে মণ্ডপ ও রাস্তার আলো নিভিয়ে বিক্ষোভ দেখান ক্লাব সদস্যরা। রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বসে প্রতিবাদে সরব হন তালপুকুর ধার পুজো কমিটি। বিবাদের সূত্রপাত, তালপুকুর ধার ও তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির মধ্যে। তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির গেট আটকে রাখার অভিযোগ ওঠে অপর ক্লাবের বিরুদ্ধে। তারপরই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ দিতে বাধা ও হেনস্থার করার অভিযোগ করেন তালপুকুর ধার পুজো কমিটির সদস্যরা। অভিযোগ উড়িয়ে পাল্টা ক্লাব কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তোলেন তৃণমূল কাউন্সিলর।
বর্ধমান মেডিক্যালের মামলা নিয়ে উদ্বেগে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এই নিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র চিকিৎসকরা। মামলায় বর্ধমান মেডিক্যালের তরফে কেন কোনও আইনজীবী নেই, তা জানতে চেয়ে রবিবার মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করেন তাঁরা। মামলার আগামী শুনানিতে কলেজের তরফে আইনজীবী রাখার বিষয়টিকে নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে রাজ্যের মুখ্যসচিবকে৷ গত ১১ অক্টোবর বর্ধমান মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগে দশ পড়ুয়াকে সাসপেন্ড করে কলেজ কাউন্সিল। নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্তরা। সেই মামলার গত শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত কলেজ কাউন্সিলের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে জানান, অভিযুক্তরা ক্লাস করতে পারবেন। কিন্তু, তাঁরা হস্টেলে প্রবেশ করতে পারবেন না।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় হচ্ছে রদবদল। সোমবার থেকে বাড়ছে সপ্তাহের কাজের দিনে মেট্রোর সংখ্যা। ১১৮ থেকে তা বেড়ে হচ্ছে ১৫০। তবে বউবাজার এলাকার কাজের জন্য এই লাইনের পশ্চিমমুখী সুড়ঙ্গ আংশিক বন্ধ থাকছে। ফলে শুধু পূর্বমুখী টানেলেই পাওয়া যাবে পূর্ণাঙ্গ পরিষেবা। অন্যদিকের লাইনের মেট্রোতে উঠতে হলে মহাকরণ স্টেশন থেকে বদল করতে হবে ট্রেন। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, মাসখানেক এই ব্যবস্থা চালু থাকবে।
West Bengal News LIVE Updates: 'পশ্চিমবঙ্গ যে টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেয়, তা অন্য কোনও রাজ্য দেয় না', উত্তরবঙ্গে গিয়ে দাবি মুখ্যমন্ত্রীর
'মহারাষ্ট্রে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে'। 'পশ্চিমবঙ্গ যে টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেয়, তা অন্য কোনও রাজ্য দেয় না'। উত্তরবঙ্গে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর। 'ওখানে ২ মাস ১২০০ টাকা করে দিয়েছে'। দেখুন কবে আবার তা বন্ধ করে দেয়, প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB News LIVE Updates: রেফার রোগে ফের হয়রানি, দুর্ঘটনায় গুরুতর আহত বাঁকুড়ার শিশুকে নিয়ে নাজেহাল পরিবার
রেফার রোগে ফের হয়রানি। দুর্ঘটনায় গুরুতর আহত বাঁকুড়ার শিশুকে নিয়ে নাজেহাল পরিবার। গতকাল বিকেল ৫টা থেকে একের পর এক হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিৎসা। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে শিশুকে প্রথমে রেফার করা হয় এনআরএস হাসপাতালে। এনআরএস থেকে ওই শিশুকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল সন্ধে ৭টার সময় শিশুকে নিয়ে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে এসে পৌঁছয় শিশুর পরিবার। ট্রমা কেয়ার থেকে শিশুর পরিবারকে পাঠানো হয় এসএসকেএম-এর জরুরি বিভাগে। জরুরি বিভাগ থেকে ফের ওই পরিবারকে পাঠানো হয় ট্রমা কেয়ার সেন্টারে। গতরাতেই জানিয়ে দেওয়া হয়, ট্রমা কেয়ারে শিশুর চিকিৎসা হবে না, দাবি পরিবারের। সেখান থেকে বাধ্য হয়ে গুরুতর আহত শিশুকে নিয়ে যাওয়া হয় শিশুমঙ্গল হাসপাতালে। এখানে চিকিৎসার পরিকাঠামো নেই, জানিয়ে দেয় শিশুমঙ্গল হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি পরিবারের।
শিশুমঙ্গল থেকে চিত্তরঞ্জন হাসপাতালে যায় শিশুর পরিবার। চিত্তরঞ্জন হাসপাতাল ফের এসএসকেএম হাসপাতালে রেফার করে শিশুকে। গভীর রাতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় শিশুকে। সকালের দিকে খবর জানাজানি হতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি নেওয়া হয় শিশুকে।






















