West Bengal News Live Updates: নবান্নর সামনে কড়া নিরাপত্তা , মোড়ে মোড়ে পুলিশ ও র্যাফ মোতায়েন
পঁচিশেই বেজে গেল, ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা। নতুন করে পরীক্ষার বিরোধিতায় আজ ফের পথে SSC-র চাকরিহারারা। রাজ্যে আগাম এল বর্ষা। দক্ষিণেও ঢুকবে আগেই।

Background
প্রধানমন্ত্রী ও মুখ্য়মন্ত্রীর এই বাগযুদ্ধে, পঁচিশেই বেজে গেল, ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা। একজন বললেন নির্মম সরকার, পাল্টা আরেকজন বললেন, জুমলা সরকার। তরজায় এল সিঁদুরের প্রসঙ্গও। আর প্রধানমন্ত্রী এদিন বলেন, 'পশ্চিমবঙ্গের মানুষ এখন হিংসা, তোষণ, দাঙ্গা, মহিলাদের উপর অত্য়াচার, দুর্নীতির রাজনীতি থেকে মুক্তি চায়।' পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায় বললেন, সাহস থাকলে আগামীকালই নির্বাচন করুন। বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে, ওঁর প্রতি মানুষের কোনও বিশ্বাস নেই। সব মিলিয়ে বাগযুদ্ধের পারদ একেবারে সপ্তমে। এর মধ্য়েই শনিবার, আবার কলকাতায় আসছেন অমিত শাহ।
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে শুরু হল এবার সিঁদুর-সংঘাত। আজ আলিপুরদুয়ারের সভা থেকে অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে ফের প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। পাল্টা সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে মুখ্য়মন্ত্রী বললেন, সিঁদুর বেচতে এসেছেন, নিজের স্ত্রীকে আগে সিঁদুর পরান! পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনাকে এক বন্ধনীতে রেখে, ফের ধর্মীয় ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ শানাল বিজেপি। আলিপুরদুয়ারের সভা থেকে প্রধামন্ত্রীর সামনেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। এরই পাশাপাশি, এই সভাতেই, বিজেপি রাজ্য সভাপতির মুখে উঠে এল 'অপারেশন পশ্চিমবঙ্গ'র মতো শব্দবন্ধ। যার পাল্টা, একদিনের মধ্যে এরাজ্যে ভোট করানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দাঙ্গা নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। বললেন, বিধায়ক, কাউন্সিলর বাড়ি চিনিয়ে দিয়ে আগুন লাগিয়েছে, আর পুলিশ তামাশা দেখেছে। পাল্টা সুর চড়িয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বললেন, সব দাঙ্গা বিজেপি করিয়েছে, চাইলে প্রমাণও দিতে পারেন তিনি।
Anubrata Mondal News : ৪ ঘণ্টার মধ্যে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দলের
বোলপুর থানার IC-কে কদর্যভাষায় হুমকি অনুব্রত মণ্ডলের। ভাইরাল অডিওয় তোলপাড়
Kolkata News Live : টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে চাকরিহারাদের তোলা হল প্রিজন ভ্যানে
সেন্ট্রাল পার্ক থেকে শুরু চাকরিহারা শিক্ষকদের মিছিল। মিছিল আটকালো পুলিশ। টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে চাকরিহারাদের তোলা হল প্রিজন ভ্যানে।























