West Bengal News LIVE: লাস্ট ল্যাপে পুজো, রাত পোহালেই দশমী

West Bengal News LIVE Updates: আজ সারাদিন যেমন আমাদের নজর থাকবে কলকাতার বিভিন্ন পুজো, সাবেকি থেকে বারোয়ারি মণ্ডপ, উপাচার-দেবী আরাধনার দিকে, তেমনই থাকবে অন্যান্য খবরের যাবতীয় সমস্ত আপডেট

ABP Ananda Last Updated: 23 Oct 2023 11:53 PM
West Bengal Update LIVE: এবারও প্রত্যক্ষ রাজনীতির ছোঁয়া লাগল পুজোমণ্ডপে

এবারও প্রত্যক্ষ রাজনীতির ছোঁয়া লাগল পুজোমণ্ডপে। কসবার রুবির মোড়ে হিন্দু মহাসভার পুজোর থিম NRC. এবার তাদের অসুর রাবণ। আর সেই রাবণের দুটো মুখে মোদি-অমিত শাহর ছবি। 

West Bengal Live Updates News: ঢাকের বাদ্যি, ধুনোর গন্ধ, গল্প-আড্ডার জমাটি আসর

ঢাকের বাদ্যি, ধুনোর গন্ধ, গল্প-আড্ডার জমাটি আসর
গঙ্গাপাড়ে শারদ আনন্দ, মেতেছে সাগরপাড়ের মুম্বইও

West Bengal Update LIVE: বৃষ্টি মাথায় নিয়েই উৎসবের শেষ প্রহরে-ভিড়ের দৌড়ে একে অপরকে টেক্কা

উত্তর থেকে দক্ষিণ। বৃষ্টি মাথায় নিয়েই উৎসবের শেষ প্রহরে-ভিড়ের দৌড়ে একে অপরকে টেক্কা। 

West Bengal Live Updates News: লাস্ট ল্যাপে পুজো, রাত পোহালেই দশমী

লাস্ট ল্যাপে পুজো, রাত পোহালেই দশমী। মহিষাসুরকে বধ দুর্গার, বৃষ্টি'অসুর'কে হেলায় হারাল জনজোয়ার

West Bengal Update LIVE: দিঘা থেকে প্রায় ৩৫০ কিমি দূরে ঘূর্ণিঝড় 'হামুন'

দিঘা থেকে প্রায় ৩৫০ কিমি দূরে ঘূর্ণিঝড় 'হামুন'

West Bengal Live Updates News: নবমীর রাতে ঢাক বাজালেন দুই মন্ত্রী

সুরুচিতে অরূপ বিশ্বাস, শ্রীভূমিতে সুজিত বসু। নবমীর রাতে ঢাক বাজালেন দুই মন্ত্রী।

West Bengal Update LIVE:বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হল নিম্নচাপ 'হামুন'

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হল নিম্নচাপ 'হামুন'

West Bengal Live Updates News: শুধু গঙ্গাপাড় নয়, শারদোৎসবের আনন্দে সাগরপাড়ের মুম্বইও

শুধু গঙ্গাপাড় নয়, শারদোৎসবের আনন্দে সাগরপাড়ের মুম্বইও। নর্থ বম্বে সর্বজনীনের দুর্গা পুজোয় তারকা সমাবেশ। কাজল-রানি থেকে জয়া বচ্চন, জ্যাকি শ্রফ, রাজকুমার রাও। উৎসবের আনন্দে সামিল বলিউড। মেয়ে সোনমকে সঙ্গে নিয়ে দুর্গাদর্শনে গেলন অনিল কপূরও। ঢাকের তালে পা মেলালেন রানি মুখোপাধ্যায়। 

West Bengal Update LIVE:নবমীতে বেলুড় মঠে রীতি মেনে হল বিশেষ পূজার্চনা

নবমীতে বেলুড় মঠে রীতি মেনে হল বিশেষ পূজার্চনা। হোমযজ্ঞ-অঞ্জলির পাশাপাশি দেওয়া হল চালকুমড়ো, শসা, কলা-সহ ফল বলি। ভক্তদের জন্য ছিল খিচুড়ি ভোগের আয়োজন। পুজোর ক’দিন দর্শণার্থীদের জন্য সারাদিন খোলা রয়েছে বেলুড় মঠের দরজা। 

West Bengal Live Updates News: বৃষ্টি 'অসুর'কে হেলায় উড়িয়েই নবমীতে প্যান্ডেল হপিং

বৃষ্টি 'অসুর'কে হেলায় উড়িয়েই নবমীতে প্যান্ডেল হপিং। ঢাকের বাদ্যি, ধুনোর গন্ধ, গল্প-আড্ডার জমাটি আসর। 

West Bengal Update LIVE: কৃষ্ণনগরে বাইকের শোরুমে ডাকাতি

কৃষ্ণনগরে বাইকের শোরুমে ডাকাতি
নগদ প্রায় ৬ লক্ষ টাকা লুঠের অভিযোগ
ক্যাশ কাউন্টারের দরজা ভেঙে ডাকাতির অভিযোগ
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে কোতোয়ালি থানার পুলিশ

West Bengal Live Updates News: উল্টোডাঙায় বিধ্বংসী আগুনে আশ্রয়হীন পরিবারগুলির আপাতত ঠিকানা কলকাতা পুরসভার একটি মুক্তমঞ্চে

অগ্নিকাণ্ডে সব হারিয়েও অবশেষে মিলল আশ্রয়। উল্টোডাঙায় ক্যানাল ইস্ট রোডের একটি বাড়িতে অষ্টমীর রাতে বিধ্বংসী আগুনের জেরে আশ্রয়হীন হয়ে পড়ে ভিনরাজ্যের ১৪টি পরিবার। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। আপাতভাবে আশ্রয় মিলেছে কলকাতা পুরসভার একটি মুক্তমঞ্চে।

West Bengal Update LIVE: শুধু গঙ্গাপাড় নয়, শারদোৎসবের আনন্দে সাগরপাড়ের মুম্বইও

শুধু গঙ্গাপাড় নয়, শারদোৎসবের আনন্দে সাগরপাড়ের মুম্বইও। নর্থ বম্বে সর্বজনীনের দুর্গা পুজোয় তারকা সমাবেশ। কাজল-রানি-ক্যাটরিনা থেকে জয়া বচ্চন, জ্যাকি শ্রফ, রাজকুমার রাও। উৎসবের আনন্দে সামিল বলিউড। মেয়ে সোনমকে সঙ্গে নিয়ে দুর্গাদর্শনে গেলন অনিল কপূরও। ঢাকের তালে পা মেলালেন রানি মুখোপাধ্যায়। 

West Bengal Live Updates News: কুলটির নিয়ামতপুর দেবী মন্দিরে ঢাক বাজালেন অগ্নিমিত্রা পাল

কুলটির নিয়ামতপুর দেবী মন্দিরে ঢাক বাজালেন অগ্নিমিত্রা পাল। 

West Bengal Update LIVE: নবমীর স্লগ ওভারে দর্শনার্থীদের ঝোড়ো ব্যাটিং, সূর্য ডুবতেই মণ্ডপে মণ্ডপে জনজোয়ার

বৃষ্টির বাউন্সারকে সপাটে হুক। নবমীর স্লগ ওভারে দর্শনার্থীদের ঝোড়ো ব্যাটিং। সূর্য ডুবতেই মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। 

West Bengal Live Updates News: কাশফুলের ঝাঁকে মন খারাপের হাওয়া, আজ মহানবমী

কাশফুলের ঝাঁকে মন খারাপের হাওয়া, আজ মহানবমী

West Bengal Update LIVE: পুজোর শেষবেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা

পুজোর শেষবেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা
নবমীতে বৃষ্টিই অসুর, কলকাতার বিভিন্ন অংশে ঝিরঝিরে বৃষ্টি
দক্ষিণবঙ্গে হাওয়া বদল, আকাশ মেঘলা
বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত 
ক্রমশ ঘূর্ণিঝড় এগোচ্ছে বাংলাদেশের দিকে
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও বৃষ্টি

West Bengal Live Updates News: শতবর্ষের দোরগোড়ায় ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজো

শতবর্ষের দোরগোড়ায় ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজো। এবার ৯৯ বছরে পা। আনন্দ, ব্যস্ততার মাঝেও মন খারাপ ভবানীপুরের মল্লিকবাড়ির সদস্যদের। নবমী নিশি পোহালেই উমা বিদায়ের ব্যস্ততা। এদিন সকালে চণ্ডীপাঠ হয়। এরপর অঞ্জলি দেন মল্লিক বাড়ির সদস্যরা। এই কটাদিন বাড়ির পুজোয় ব্যস্ত থাকেন অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক।

West Bengal Update LIVE: নবমীর দিন কুমারী পুজো দিতে মহিষাদলের গুড়িয়া বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

নবমীর দিন কুমারী পুজো দিতে মহিষাদলের গুড়িয়া বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কুমারীকে পুজো দিয়ে উমাকেও দিলেন পুষ্পাঞ্জলি। নবরাত্রির দিন গোরক্ষপুরের মঠে কুমারী পুজো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পা ধুইয়ে করলেনও আরতি।

West Bengal Live Updates News: দক্ষিণবঙ্গে হাওয়া বদল, আকাশ মেঘলা বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত

পুজোর শেষবেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। নবমীতে বৃষ্টিই অসুর, কলকাতার বিভিন্ন অংশে ঝিরঝিরে বৃষ্টি। দক্ষিণবঙ্গে হাওয়া বদল, আকাশ মেঘলা
বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত। ক্রমশ ঘূর্ণিঝড় এগোচ্ছে বাংলাদেশের দিকে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও বৃষ্টি

West Bengal Live Updates News: প্রবাসেও প্রাণের টানে পুজো, মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায় উমা আরাধনা হয় ফ্রিমন্ট  মন্দিরে

প্রবাসেও প্রাণের টানে পুজো। মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায় উমা আরাধনা হয় ফ্রিমন্ট  মন্দিরে। পাঁজি মেনে ৫ দিন ধরে এখানে হয় পুজো। গত বারের মতো এবারও এখানে হয়েছে কুমারী পুজো। হয়েছে রীতি মেনে সন্ধি পুজোও। হাজার দশেক মানুষ এই পুজোয় অংশ নেন। সবাইকে ভোগ বিতরণ করা হয়। এবারের পুজো পা দিল দশ বছরে। সিলিকন ভ্যালিতে এটাই একমাত্র পুজো যা সেজে ওঠে চন্দননগরের আলোয়। 

West Bengal Update LIVE: ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজোর এবার ৯৯ বছরে পা

শতবর্ষের দোরগোড়ায় ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজো। এবার ৯৯ বছরে পা। আনন্দ, ব্যস্ততার মাঝেও মন খারাপ ভবানীপুরের মল্লিকবাড়ির সদস্যদের। নবমী নিশি পোহালেই উমা বিদায়ের ব্যস্ততা। এদিন সকালে চণ্ডীপাঠ হয়। এরপর অঞ্জলি দেন মল্লিক বাড়ির সদস্যরা। এই কটাদিন বাড়ির পুজোয় ব্যস্ত থাকেন অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক।

West Bengal Live Updates News: চাঁচলে খেলার মাঠে বিবাদকে কেন্দ্র করে ২টি বাড়ি এবং একটি দোকানঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পুজোর আবহেও রাজনৈতিক হিংসার অভিযোগ। চাঁচলে খেলার মাঠে বিবাদকে কেন্দ্র করে ২টি বাড়ি এবং একটি দোকানঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ । অভিযুক্ত কলিগ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজাউল খান ও তাঁর অনুগামীরা। পাল্টা খেলার মাঠে মারধরের অভিযোগ তুলেছেন প্রধানের অনুগামীরা। অগ্নিসংযোগের ঘটনা বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন তৃণমূল প্রধান। অগ্নিকাণ্ডের প্রতিবাদে নবমীর সকালে চাঁচল-আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

West Bengal Live Updates News: চাঁচলে খেলার মাঠে বিবাদকে কেন্দ্র করে ২টি বাড়ি এবং একটি দোকানঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পুজোর আবহেও রাজনৈতিক হিংসার অভিযোগ। চাঁচলে খেলার মাঠে বিবাদকে কেন্দ্র করে ২টি বাড়ি এবং একটি দোকানঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ । অভিযুক্ত কলিগ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজাউল খান ও তাঁর অনুগামীরা। পাল্টা খেলার মাঠে মারধরের অভিযোগ তুলেছেন প্রধানের অনুগামীরা। অগ্নিসংযোগের ঘটনা বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন তৃণমূল প্রধান। অগ্নিকাণ্ডের প্রতিবাদে নবমীর সকালে চাঁচল-আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

West Bengal Update LIVE: ক্রমশ ঘূর্ণিঝড় এগোচ্ছে বাংলাদেশের দিকে, কলকাতার বিভিন্ন অংশে ঝিরঝিরে বৃষ্টি

পুজোর শেষবেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। নবমীতে বৃষ্টিই অসুর, কলকাতার বিভিন্ন অংশে ঝিরঝিরে বৃষ্টি। দক্ষিণবঙ্গে হাওয়া বদল, আকাশ মেঘলা
বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত । ক্রমশ ঘূর্ণিঝড় এগোচ্ছে বাংলাদেশের দিকে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও বৃষ্টি

West Bengal Live Updates News: পুজোর শেষবেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, কলকাতার বিভিন্ন অংশে ঝিরঝিরে বৃষ্টি

পুজোর শেষবেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। নবমীতে বৃষ্টিই অসুর, কলকাতার বিভিন্ন অংশে ঝিরঝিরে বৃষ্টি। দক্ষিণবঙ্গে হাওয়া বদল, আকাশ মেঘলা
বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ক্রমশ ঘূর্ণিঝড় এগোচ্ছে বাংলাদেশের দিকে।

West Bengal Update LIVE: দশেরা উপলক্ষ্যে আলোর মালায় সাজানো হয়েছে মহীশূর প্যালেস

দশেরা উপলক্ষ্যে সেজে উঠেছে মহীশূর। আলোর মালায় সাজানো হয়েছে মহীশূর প্যালেস। দশেরা উপলক্ষ্যে হাতিদের চতুর্দোলায় সাজিয়ে শোভাযাত্রা বের করা হয়। কর্ণাটকের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকশিল্পীরা পা মেলান দশেরা শোভাযাত্রায়। শহরের রাজপথ ঢাক, ঢোল, সানাই, শিঙার শব্দে মুখরিত হয়ে ওঠে। লোকশিল্পীরা রং-বেরঙের পোশাক পরে অংশ নেন বর্ণময় শোভাযাত্রায়। 

West Bengal Live Updates: নবমীর দিন কুমারী পুজো হয় সার্বণ রায়চৌধুরীদের বড় বাড়িতে

শুরুটা হয়েছিল সপ্তদশ শতাব্দীর গোড়ায়। বড়িশার সাবর্ণ রায়চৌধুরীদের বড় বাড়ির পুজোর বয়স ৩০৭ বছর। কৃষ্ণদেব রায়চৌধুরীর হাত ধরে ১৭১৭ সালে এই পুজো শুরু হয়। এখানে পুজো হয় বিদ্যাপতি রচিত দুর্গাভক্তিতরঙ্গিনী মতে। এই মতে, অষ্টমী ও নবমীতে অপদেবতা ও উপদেবতাদের উদ্দেশে ‘মাসভক্তবলি’ পুজো হয়। মাসকলাই ঘি দিয়ে মেখে ১৮০টি খুড়িতে সাজিয়ে দেওয়া হয় নৈবেদ্য। নবমীর দিন কুমারী পুজো হয় সার্বণ রায়চৌধুরীদের বড় বাড়িতে। এদিন চালকুমড়ো ও আখ বলি দেওয়ারও প্রথা রয়েছে। 

West Bengal Live Updates News: 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে আরও তৎপর ইডি

'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে আরও তৎপর ইডি। আদালতের নির্দেশের পরই এসএসকেএম-কে চিঠি ইডির: সূত্র।পুজোর পরই সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে এসএসকেএম-কে চিঠি: সূত্র। 'যে কোনও জায়গায় গিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে', ইডিকে নির্দেশ দেয় বিশেষ আদালত।

West Bengal Live Updates: নবমীর দিন বাগবাজারে হয় হোমযজ্ঞ, ওড়ানো হয় জয়পতাকা

বাগবাজার সর্বজনীনের পুজো ১০৫ বছরে পা দিল। সাবেকিয়ানার সঙ্গে এখানে ঐতিহ্যের মেলবন্ধন। সকাল থেকে নবমীর পুজো শুরু হয়েছে। পুজো দেখতে অনেকেই ভিড় করেছেন। নবমীর দিন হোমযজ্ঞ হয়। ওড়ানো হয় জয়পতাকা। মানুষকে সবরকম প্রতিকূলতা থেকে রক্ষা করছেন মা দুর্গা। তাই দেবী মাকে সম্মান জানাতেই ওড়ানো হয় জয়পতাকা। 

West Bengal Update LIVE: পুজোর শেষবেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা

পুজোর শেষবেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ নবমীর সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে আপাতত গভীর নিম্নচাপ দিঘা থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে, ক্রমশ সেটি এগোচ্ছে বাংলাদেশের দিকে।

West Bengal Update LIVE: পুজোর শেষবেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা

পুজোর শেষবেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ নবমীর সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে আপাতত গভীর নিম্নচাপ দিঘা থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে, ক্রমশ সেটি এগোচ্ছে বাংলাদেশের দিকে।

West Bengal Live Updates: নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা, দুপুরে বিশেষ হোমযজ্ঞ হবে

নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা। ভোরবেলা পুজো শুরু হয়। দুপুরে বিশেষ হোমযজ্ঞ হবে। দেওয়া হবে চালকুমড়ো, শসা, কলা-সহ ফল বলি। এরপর চলবে অঞ্জলি দেওয়া। বিতরণ করা হবে খিচুড়ি ভোগ। পুজোর ক’দিন সারাদিন খোলা রয়েছে বেলুড় মঠের দরজা। 

West Bengal Update LIVE: কাশফুলের ঝাঁকে মন খারাপের হাওয়া, পুজোর আনন্দ উসুল করতে সকাল থেকেই পথে নেমেছেন মানুষ

কাশফুলের ঝাঁকে মন খারাপের হাওয়া। আজ মহানবমী। না পোহায় যেন নবমী নিশি। বাংলার ঘরে ঘরে কাতর প্রার্থনা। শেষবেলার আনন্দটুকু চেটেপুটে নিতে ব্যস্ত উৎসবপ্রিয় বাঙালি। পুজোর আনন্দ উসুল করতে সকাল থেকেই পথে নেমেছেন মানুষ। ফাঁকায় ফাঁকায় অনেকেই দেখে নিতে চান সেরা পুজোগুলি। উত্তর থেকে দক্ষিণ, সমস্ত পুজো মণ্ডপেই মানুষের ঢল।

West Bengal Update: গুড়গাঁওয়ের টিউলিপ বঙ্গীয় পরিষদের দুর্গাপুজোর এবার পাঁচে পা!

গুড়গাঁওয়ের টিউলিপ বঙ্গীয় পরিষদের দুর্গাপুজোর এবার পাঁচে পা! ২০১৯-এ ১৪টি বাঙালি পরিবার মিলে শুরু করেছিলেন এই পুজো। সময়ের সঙ্গে সঙ্গে তা জনপ্রিয় হয়েছে প্রবাসী বাঙালিদের কাছে।  

West Bengal Live Updates: পুজো এলেই, নস্টালজিয়ায় ভাসেন মন্ত্রী মানস ভুঁইয়া!

পুজো এলেই, নস্টালজিয়ায় ভাসেন মন্ত্রী মানস ভুঁইয়া! বাড়ির পুজো। বাবা, দাদুর কথা ভেবে তাঁর মন কেমন করে! তাই হাজারও ব্যস্তার মাঝে, পুজোর সময় অন্তত এক ঘণ্টার জন্য হলেও, সবংয়ের কোলন্দা গ্রামের বাড়িতে আসেন মন্ত্রী। 

প্রেক্ষাপট

কলকাতা: আজ মহানবমী। (MahaNavami) মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই চলছে প্রথা মেনে মায়ের শেষলগ্নের পুজো। (Durga Puja 2023) নবমীর পুজোতে যেমন থাকে আনন্দ, তেমনই রয়ে যায় মনখারাপের রেশ। আগামীকালই কৈলাশে পাড়ি দেবেন উমা। আজ সারাদিন যেমন আমাদের নজর থাকবে কলকাতার বিভিন্ন পুজো, সাবেকি থেকে বারোয়ারি মণ্ডপ, উপাচার-দেবী আরাধনার দিকে, তেমনই থাকবে অন্যান্য খবরের যাবতীয় সমস্ত আপডেট। জেলা থেকে শহর... সব খবরের সবার আগে আপডেট পেতে নজর থাকুক এবিপি লাইভে (ABP Live)


 


অষ্টমীতে শহরে দুর্ঘটনা


পুজোর কলকাতায় বাইক-রেসের বলি অষ্টাদশী তরুণী। কামালগাজি উড়ালপুলের ওপর দুর্ঘটনায় মত্যু হল স্কুলছাত্রীর। দুর্ঘটনার কারণ জানতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অষ্টমীর ভোরে দুই বাইকের রেষারেষিতে প্রাণ গেল ১৮ বছরের স্কুল ছাত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটল গড়িয়ার কামালগাজি উড়ালপুলের ওপর। এক বান্ধবী ও বন্ধুর সঙ্গে রাতভর ঠাকুর দেখে বাইকে ফিরছিলেন রোশনি খান। বাইক চালাচ্ছিলেন গড়িয়ার দীনবনধু অ্যান্ড্রুজ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আকাশ মণ্ডল। সোনারপুরের জগদ্দলে বান্ধবীকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন রোশনি আর আকাশ।বাইকে তাঁর আর আরেক বান্ধবীর মাঝখানে বসেছিলেন রোশনি। হাতে ধরা ছিল হেলমেট। সেইসময় পাশ দিয়ে যাওয়া বেপরোয়া আরেকটি বাইকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারায় বাইক। ডিভাইডারের ওপর আছড়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রোশনি। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে স্কুল ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শারদোৎসবের আনন্দ আর আলোর রোশনাইয়ের মাঝেই আঁধার নেমেছে বালিয়ার সাহাপাড়ায় খান পরিবারে। বড় মেয়েকে হারিয়ে শোকে পাথর মা। 


 


শ্রীভূমির পুজোতে সুজিত বসু


শ্রীভূমির পুজো মানেই মানুষের ঢল। দীর্ঘ লাইন, তীব্র যানজট! তাতে কী! শ্রীভূমির উমা দর্শন না হলে যেন পুজো দেখা আনন্দটা ১৬ আনাই মাটি! লেকটাউনের এই ক্রাউডপুলার পুজো পরিচিত সুজিত বসুর পুজো বলেই। পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত হেভিওয়েট মন্ত্রীর সময় কাটে মায়ের কাছে। মানুষের মাঝে। একদিকে বিধায়ক, অন্যদিকে মন্ত্রী। তারওপর এত বড় পুজোর দায়িত্ব! বছরভর ব্যস্ততার মধ্যেই প্রতীক্ষার কাউন্টডাউন চলে পুজোর দিনগুলির জন্য। সারা বছর মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকলেও উৎসবের আবহ সেই সংযোগকে আরও নিবিড় করে। নিজের করে।


 


নয়ডার পুজো


১৫ বছরে পড়ল নয়ডার বলাকা দুর্গোৎসবের পুজো। এবারও পুজোর কয়েকটা দিন আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। সঙ্গে পেট পুজোর আয়োজন। কলকাতা থেকে দেড় হাজার কিলোমিটার দূরে। কিন্তু, দুর্গাপুজোর উত্তেজনা কোনও অংশে কম নয় নয়ডায়। এখানকার অন্যতম জনপ্রিয় পুজো হল, সেক্টর 61-এর বলাকা দুর্গোৎসব। এবার ১৫ বছরে পড়ল এখানকার পুজো।


 


আরও পড়ুন: Kolkata Fire: পুজোর শহরে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.