West Bengal News LIVE: লাস্ট ল্যাপে পুজো, রাত পোহালেই দশমী

West Bengal News LIVE Updates: আজ সারাদিন যেমন আমাদের নজর থাকবে কলকাতার বিভিন্ন পুজো, সাবেকি থেকে বারোয়ারি মণ্ডপ, উপাচার-দেবী আরাধনার দিকে, তেমনই থাকবে অন্যান্য খবরের যাবতীয় সমস্ত আপডেট

ABP Ananda Last Updated: 23 Oct 2023 11:53 PM

প্রেক্ষাপট

কলকাতা: আজ মহানবমী। (MahaNavami) মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই চলছে প্রথা মেনে মায়ের শেষলগ্নের পুজো। (Durga Puja 2023) নবমীর পুজোতে যেমন থাকে আনন্দ, তেমনই রয়ে যায় মনখারাপের রেশ। আগামীকালই কৈলাশে পাড়ি...More

West Bengal Update LIVE: এবারও প্রত্যক্ষ রাজনীতির ছোঁয়া লাগল পুজোমণ্ডপে

এবারও প্রত্যক্ষ রাজনীতির ছোঁয়া লাগল পুজোমণ্ডপে। কসবার রুবির মোড়ে হিন্দু মহাসভার পুজোর থিম NRC. এবার তাদের অসুর রাবণ। আর সেই রাবণের দুটো মুখে মোদি-অমিত শাহর ছবি।