Anubrata Mondal: 'কেউ বলে বেগম, কেউ বলে খালা... লজ্জা লাগে না', নাম না করে শুভেন্দুকে নিশানা অনুব্রতর
Anubrata Mondal: 'কেউ বলে বেগম, কেউ বলে খালা, কেউ বলে ফুফু... লজ্জা লাগে না। একটা মহিলা, তিনি মানুষকে ভালবাসেন, এটা কি অন্যায়? এটা তো অন্যায় নয়।'

বীরভূম, দুবরাজপুর : প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুবার বিভিন্ন নামে অভিহিত করে কটাক্ষ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দলনেত্রীকে বারংবার নানা নামে অভিহিত করে কটাক্ষ করায় এবার বিরোধী দলনেতাকে একহাত নিলেন অনুব্রত মণ্ডল। নাম না করেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন কেষ্ট। দুবরাজপুরের একটি সভা থেকে অনুব্রত মণ্ডল বলেছেন, 'মমতা ব্যানার্জীকে যারা গালি দেয়, তারা অন্যায় করে। কেউ বলে বেগম, কেউ বলে খালা, কেউ বলে ফুফু... লজ্জা লাগে না। একটা মহিলা, তিনি মানুষকে ভালবাসেন, এটা কি অন্যায়? এটা তো অন্যায় নয়। আমাদের তো বলে নাই... বিবেকানন্দ, আমাদের তো রবি বলে নাই কাউকে ঘেন্না করো, আমাদের তো রামকৃষ্ণ বলে নাই কাউকে ঘেন্না করো, তোমারা এই ধরনের ভাষা বলো কেন? তোমাদের লজ্জা লাগা দরকার।'
এই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিন্হা বলেছেন, 'অনুব্রত মণ্ডল কে, যে আইসি- র স্ত্রী'কে, একজন মহিলাকে নিয়ে চরম কুকথা বলতে পারেন। শুধু মমতা ব্যানার্জির রাজত্ব আছে বলে উনি জেলের বাইরে আছেন। যদি কোনও সভ্য সরকার থাকত, তাহলে উনি জেলের ভিতর থাকতেন। অতএব তাঁর কাছ থেকে কেউ শিক্ষা নেবে... কী শিক্ষা নেবে...যে মানুষের স্ত্রী'কে নোংরা ভাষায় গালিগালাজ করা। এই অনুব্রত মণ্ডল কী শিক্ষা দিচ্ছেন, কাকে কী বলছেন, এর কোনও মূল্য নেই।'
আজ ছিল এসএসসি- র শিক্ষক নিয়োগের নবম-দশমের পরীক্ষা। এই পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর দাবি, 'ত্রুটিযুক্ত পরীক্ষা হবে, ১৫২ জন দাগিকে অ্যাডমিট দেওয়া হয়েছে। ১৫২ জন দাগিকে অ্যাডমিট দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে', প্রহসনের পরীক্ষা, আক্রমণ শুভেন্দু অধিকারীর। তবে এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছিল প্রশ্ন সুরক্ষিত রয়েছে। তাদের কথায়, এসএসসি-র প্রশ্ন সুরক্ষিত আছে। প্রশ্ন ফাঁসের চেষ্টা হলে কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে কমিশন।
প্রশ্নফাঁসের চেষ্টা হলে কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে কমিশন। নবম-দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষার ২৪ ঘণ্টা আগে প্রশ্নপত্রের সুরক্ষা নিয়ে একাধিক দাবি করলেন SSC-র চেয়ারম্যান। অবশ্য তাতেও থেমে নেই বিতর্ক! শুক্রবার শুভেনদু অধিকারীর পর শনিবার প্রশ্ন বিক্রির অভিযোগ শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। যদিও কমিশনের দাবি প্রশ্নপত্র সমপূর্ণ সুরক্ষিত রয়েছে। এরইমধ্যে প্রশ্নপত্র ফাঁসের মিথ্যে অভিযোগ তোলার অভিযোগে ধৃত বিজেপি নেতার ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।






















