West Bengal News Live : সন্ধ্যায় সন্দেশখালির বেড়মজুরের মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসাল পুলিশ
Sandeshkhali Live Updates 23 February : সারা বাংলার গুরুত্বপূর্ণ খবর একনজরে।
LIVE
Background
আজ নজরে : আজ সন্দেশখালিতে ( Sandeshkhali ) যাচ্ছে বিজেপির ( BJP ) মহিলা প্রতিনিধি দল। গতকাল সন্দেশখালি থেকে ফিরেই রাজভবনে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) । সেখান থেকে বেরিয়ে তিনি জানান, সবকিছু শুনে রাজ্যপালও অবাক হয়েছেন। যেভাবে এসসি কমিশন এবং মহিলা কমিশনের রিপোর্টে রাষ্ট্রপতি শাসনের কথা উঠে এসেছে তা নিয়েও রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির সভাপতির দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস ( C V Ananda Bose ) জানিয়েছেন, প্রয়োজনে তিনি আবার সন্দেশখালি যাবেন ও সেখানকার মানুষের অভিযোগ শুনবেন।
WB News Live Update : হোটেলে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগ, গ্রেফতার হাওড়া সদরের বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক
হোটেলে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগ। গ্রেফতার হাওড়া সদরের বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক সব্যসাচী ঘোষকে। সাঁকরাইলের ধূলাগড়ে ১১৬ নম্বর জাতীয় সড়কের ধারে হোটেলে হানা পুলিশের। ২ নাবালিকা, ৪ মহিলা সহ গ্রেফতার ১১। ধৃতদের মধ্যে রয়েছেন বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক সব্যসাচী ঘোষ। দেহ ব্যবসা চালানোর অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার হতেই সুর চড়িয়েছে তৃণমূল। বিজেপি নেতারা অপরাধ করলে জাতীয় কমিশন গুলি কেন চুপ, প্রশ্ন মন্ত্রী শশী পাঁজার। অভিযুক্ত বিজেপি নেতাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, জানিয়েছেন সুকান্ত মজুমদার।
WB News Live : সিপিএম ও বিজেপি মিথ্যা প্রচার করে অশান্তির পরিবেশ জিইয়ে রাখতে চায়, দাবি কুণাল ঘোষের
সন্দেশখালিতে জমি, টাকা না দেওয়ার অভিযোগ জমা পড়েছে। কিন্তু সিপিএম ও বিজেপি মানুষকে প্ররোচনা দিয়ে মিথ্যা প্রচার করে অশান্তির পরিবেশ জিইয়ে রাখতে চায়। পাল্টা দাবি কুণাল ঘোষের।
WB Sandeshkhali Update : শেখ শাহজাহান ও তার সাগরেদরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শান্ত হবে না সন্দেশখালি, দাবি সুকান্তর
শেখ শাহজাহান ও তার সাগরেদরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শান্ত হবে না সন্দেশখালি। দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
WB News Live : সন্ধ্যায় সন্দেশখালির বেড়মজুরের মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসাল পুলিশ
দিনভর দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর। বিক্ষোভ, আগুন, অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি ১৪৪ ধারা। সন্ধ্যায় মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসাল পুলিশ।
WB Sandeshkhali Update : সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীর
সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীর। মহিলার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
আহত মহিলাকে নিয়ে যাওয়া হল সুন্দরবন শ্রমজীবী হাসপাতালে। না শুনলে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার হুমকি পুলিশের, অভিযোগ আহত ফুলমণির।