Cyber Fraud: রাজ্যপালের প্রতিনিধি পরিচয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ ! কলকাতা পুলিশকে জানাল রাজভবন
WB Governor CV Ananda Bose: সম্প্রতি রাজ্যপালের নাম করে সাইবার জালিয়াতির চেষ্টা হচ্ছে বলে বেশকিছু অভিযোগ রাজভবনের নজরে আসে।

রুমা পাল, কলকাতা : এবার রাজ্যপালের নাম করেও সাইবার জালিয়াতির চেষ্টা ! কলকাতা পুলিশকে বিষয়টি জানিয়েছে রাজভবন। এ বিষয়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিভি আনন্দ বোস। রাজ্যপালের প্রতিনিধি পরিচয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। ফোন, ইমেল, সোশাল সাইটে প্রতারণার অভিযোগ উঠেছে। West Bengal Governor CV Ananda Bose
বিস্তারিত...
সম্প্রতি রাজ্যপালের নাম করে সাইবার জালিয়াতির চেষ্টা হচ্ছে বলে বেশকিছু অভিযোগ রাজভবনের নজরে আসে। বিষয়টি কলকাতা পুলিশকে জানানো হয়। অভিযোগ, বেশ কিছু প্রতারক রাজ্যপালের প্রতিনিধি পরিচয়ে বিভিন্ন অজুহাতে মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এমনটাই জানানো হয়েছে পুলিশে।
এধরনের প্রতারণা সাধারণত ফোন কল, ইমেল ও সোশাল মিডিয়ার মাধ্যমে করা হচ্ছিল। এই পরিস্থিতিতে রাজ্যপালের দফতর থেকে অ্যাডভাইসরি জারি করে সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। পরিষ্কারভাবে জানানো হয়েছে, রাজ্যপালের দফতর থেকে এভাবে কোনওদিনই আনঅফিসিয়ালি টাকা বা আর্থিক সাহায্য চাওয়া হয় না। এ ধরনের কেউ দাবি করলে তিনি প্রতারণা করছেন। সেইজন্য সতর্ক থাকতে বলা হয়েছে। এর পাশাপাশি রাজভবনের তরফে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুরো বিষয়টা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।
এদিকে এখন জি-মেল ইউজারদের টার্গেট করছে হ্য়াকাররা। আপনার এক ভুলে সহজেই পাসাওয়ার্ড চুরি করে নিতে পারে প্রতারকরা। সেই কারণে জিমেল ব্যবহারকারীদের জন্য 'লাল সতর্কতা' (Google Red Alert) জারি করেছে গুগল (Google)। মেনস জার্নালের রিপোর্ট বলছে, বিশ্বব্যাপী ১.৮ বিলিয়ন জিমেল ব্যবহারকারীদের জন্য 'রেড অ্য়ালার্ট' জারি করেছে 'ওয়ার্ল্ড টেক জায়ান্ট'। গুগলের তরফে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে এই নতুন ধরনের সাইবার নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে। কোম্পানি এই ক্ষেত্রে "ইনডাইরেক্ট প্রম্পট ইনজেকশন" নামে একটি নতুন ধরনের সাইবার আক্রমণ সম্পর্কে সবাইকে সতর্ক করেছে। কোম্পানির তরফে বলা হয়েছে, এই হুমকি কেবল মানুষ নয়, ব্যবসা ও সরকারকেও প্রভাবিত করে। একটি বিস্তারিত ব্লগ পোস্টে, গুগল এই বিপদের বিষয়ে ব্যাখ্যা করেছে। যেখানে টেক জায়ান্ট বলেছে-"জেনারেটিভ এআই দ্রুত গ্রহণের সঙ্গে সঙ্গে এআই সিস্টেমগুলিতেই জালিয়াতির চেষ্টা চালানো হচ্ছে। যা শিল্প ক্ষেত্রে একটা বড় হুমকি হিসেবে সবার উদ্বেগ বাড়াচ্ছে। এই নতুন অ্যাটাকের নাম হল, 'ইনডাইরেক্ট প্রম্পট ইনজেকশন'।" Cyber Fraud Attempt Allegation by Raj Bhavan






















