(Source: Poll of Polls)
SSC Job Cancel : 'আজও আলাদা করা যায়'...যোগ্য-অযোগ্য বাছাই নিয়ে কী পথ বাতলালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
কেন মুষ্টিমেয়র নজিরবিহীন দুর্নীতির ফল ভোগ করতে হবে হাজার-হাজার মানুষ ও তার পরিবারবর্গকে ? বাংলাজুড়ে এখন একটাই প্রশ্ন।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : চাল থেকে আলাদা করা যায়নি কাঁকর। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে, SSC-র ২০১৬-র পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তারপরই নেমে এসেছে হাহাকার। কেন মুষ্টিমেয়র নজিরবিহীন দুর্নীতির ফল ভোগ করতে হবে হাজার-হাজার মানুষ ও তার পরিবারবর্গকে ? বাংলাজুড়ে এখন একটাই প্রশ্ন। এই ঘটনায় একযোগে বিজেপি ও সিপিএম-কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী।
মমতার নিশানা, অভিজিতের জবাব
২০২১ সালে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দায় ঠেলতে গিয়ে তিনি নিশানা করেছেন প্রাক্তন বিচারপতি, অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও। মুখ্যমন্ত্রী বলেছেন, 'আরও একটি বিষয়, প্রথমে এই রায় দিয়েছিলেন একজন বিচারপতি। তিনি বিজেপির সাংসদ। সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না আসল নামটা। পরে জেনে নেব। আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না। আজ তারা কোন মুখে বড়বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা ছিল না। ' উত্তর দিতে দেরি করেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। কড়া কথায় জবাব দিয়েছেন তাঁকে। বলেছেন, 'এত বড় ধাক্কা তো উনি পাননি এর মধ্যে...ওই ভদ্রমহিলা আসলে জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন।' তিনি আরও বলেন, 'এখনও সময় আছে। চাকরিহারাদের বাঁচাতে তৈরি করা হোক কমিটি। এখনও যোগ্য ও অযোগ্য বাছাই করা সম্ভব। ' মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সেগ্রিগেশন করা সম্ভব, বলছেন অভিজিৎ
অভিজিৎ গঙ্গাপাধ্যায়ের দাবি, চাল থেকে কাঁকর এখনও আলাদা করা সম্ভব। তাঁর উপায় আছে। সেটা কী ? প্রাক্তন বিচারপতির কথায় 'সেগ্রিগেশন করা সম্ভব তো ! আমি আজও এখানে দাঁড়িয়ে বলছি, সেগ্রিগেশন করা সম্ভব। আমরা ক্ষমতায় আসব, সেগ্রিগেশন করে দেখিয়ে দেব। উনি তো রেকর্ড লুকিয়ে ফেলতে পারবেন না। সে-রেকর্ড হাইকোর্টের কাছে আছে। আমার বেঞ্চেই তো ছিল সেই রেকর্ডগুলো। আমার উপরে ওনার এত রাগ একটাই কারণে, ওনার জোচ্চুরিটা প্রথম ধরেছিলাম আমি'সুপ্রিম-রায় সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মত, 'আমি আমার জয় হিসেবে দেখছি না। দুর্নীতির পরাজয় হিসেবে দেখছি। পশ্চিমবঙ্গে এবার দুর্নীতি করার আগে দুবার ভাববে।'
রাজনীতি চলছে। কিন্তু, এই মানুষগুলোর সংসার এখন চলবে কীকরে? যারা যোগ্য়, তাদের কী দোষ? হাহাকারের মধ্য়ে বারবার ফিরে আসছে সেই প্রশ্ন। তাঁদের উদ্দেশেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন,'দুশ্চিন্তা করবেন না। বিজেপির সঙ্গে যোগাযোগ করুন। বিজেপি আপনাদের জন্য নিশ্চয়ই কিছু একটা করবে'।























