Partha Chatterjee Arrested Live : শান্তিনিকেতনে ED-র নজরে একাধিক বাড়ি, গেস্ট হাউজ
Partha Chatterjee Arrested : ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।
LIVE

Background
Partha Chatterjee Arrest: শান্তিনিকেতনে ED-র নজরে একাধিক বাড়ি, গেস্ট হাউজ
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর, শান্তিনিকেতনে ED’র নজরে একাধিক বাড়ি, গেস্ট হাউজ। স্থানীয়দের কাছে এই বাড়িগুলি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি নামে পরিচিত। এলাকাবাসীর দাবি, প্রায়শই এখানে দেখা যেত পার্থ চট্টোপাধ্যায়কে। বাড়িগুলির মালিক কে, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
Partha Chatterjee Arrest: মন্ত্রী-মহাসচিব দুই পদেই বহাল থাকছেন দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়
মন্ত্রী-মহাসচিব দুই পদেই বহাল থাকছেন দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। এখনই ব্যবস্থা নয়, জানিয়ে দিল দল।
Partha Chatterjee Arrest: মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা
SSKM হাসপাতালের ICCU’র ১৮ নম্বর বেডে ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বর্তমানে চিকিত্সক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সূত্রের খবর, মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা। সেই বোর্ডে কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ছাড়াও, রয়েছেন, এন্ডক্রিনোলজিস্ট শুভঙ্কর চৌধুরী, নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী।
Partha Chatterjee Arrest: SSKM-এ ভর্তি পার্থ চট্টোপাধ্যায়
টানা ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ১টা ৫৫-য় গ্রেফতার। আদালতে ২ দিনের ইডি হেফাজত। পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা, SSKM হাসপাতালের ICCU’র ১৮ নম্বর বেড। এখানেই ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
Partha Chatterjee Arrest: 'বিচারে অভিযোগ প্রমাণিত হলে তৃণমূল কংগ্রেস দলগতভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে'
‘তদন্ত দ্রুত শেষ করে আদালতে জানাক ইডি। বেআইনি টাকা, কালো টাকা এল কী করে, সেটাও তদন্ত করে দেখা দরকার। আইন-বিচারব্যবস্থার উপর আস্থা রাখছি। বিচারে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তৃণমূল কংগ্রেস দলগতভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।' সাংবাদিক বৈঠকে বলেন কুণাল ঘোষ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
