Partha Chatterjee Arrested Live : শান্তিনিকেতনে ED-র নজরে একাধিক বাড়ি, গেস্ট হাউজ
Partha Chatterjee Arrested : ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

Background
West Bengal SSC scam ED Interrogation Update : ২৪ ঘণ্টা পার। SSC দুর্নীতি তদন্তে এখনও নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন ইডি-র অফিসাররা। দোতলার একটি ঘরে চলছে জিজ্ঞাসাবাদ। নিচে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও নেতাজিনগর থানার পুলিশ।
বাজেয়াপ্ত কিছু গুরুত্বপূর্ণ নথি
শুক্রবার দিনভর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের দেখা করতে না দেওয়া হলেও, রাত সাড়ে ১০টা নাগাদ ডেকে পাঠানো হয় তাঁর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউতকে। এছাড়া, কাউকেই দেখা করতে দেওয়া হচ্ছে না। ব্যবহার করতে দেওয়া হচ্ছে না ফোন। ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।
চিকিত্সকের পরামর্শ নিতে চান পার্থ
ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। তদন্তের জাল গোটাতে সেই সমস্ত সম্পত্তির সন্ধান পাওয়ার চেষ্টা করছেন ইডি-র অফিসাররা। ইডি সূত্রে খবর, তদন্তকারীদের কাছে নিজের অসুস্থতার কথা জানিয়ে চিকিত্সকের পরামর্শ নিতে চান পার্থ চট্টোপাধ্যায়।
Partha Chatterjee Arrest: শান্তিনিকেতনে ED-র নজরে একাধিক বাড়ি, গেস্ট হাউজ
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর, শান্তিনিকেতনে ED’র নজরে একাধিক বাড়ি, গেস্ট হাউজ। স্থানীয়দের কাছে এই বাড়িগুলি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি নামে পরিচিত। এলাকাবাসীর দাবি, প্রায়শই এখানে দেখা যেত পার্থ চট্টোপাধ্যায়কে। বাড়িগুলির মালিক কে, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
Partha Chatterjee Arrest: মন্ত্রী-মহাসচিব দুই পদেই বহাল থাকছেন দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়
মন্ত্রী-মহাসচিব দুই পদেই বহাল থাকছেন দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। এখনই ব্যবস্থা নয়, জানিয়ে দিল দল।






















