Top News :মমতা-নীতীশ কুমার বৈঠক, অভিষেকের নবজোয়ার যাত্রা, পড়ুন রাজ্যের গুরুত্বপূর্ণ ৫ খবর
আজ নবান্নে মমতা-নীতীশ বৈঠককাল থেকে শুরু হচ্ছে নবজোয়ার যাত্রাআজ হতে পারে কালবৈশাখীপুলিশ-প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ প্রিয়াঙ্ক কানুনগোরঅয়ন শীলের ছেলের বান্ধবীকে ইডির তলব
![Top News :মমতা-নীতীশ কুমার বৈঠক, অভিষেকের নবজোয়ার যাত্রা, পড়ুন রাজ্যের গুরুত্বপূর্ণ ৫ খবর West Bengal Top Bangla News Mamata Banerjee Nitish Kumar Meeting Today, Abhishek To Start Trinamoole Nabo Jowar Top News :মমতা-নীতীশ কুমার বৈঠক, অভিষেকের নবজোয়ার যাত্রা, পড়ুন রাজ্যের গুরুত্বপূর্ণ ৫ খবর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/24/b33729ce0a134d6bd57919f48c8b6fde168232565519053_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
- আজ মমতা-নীতীশ কুমার বৈঠক
২০২৪ সালে লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্য গড়ার তোড়জোড়। আজ নবান্নে মমতা-নীতীশ বৈঠক। বৈঠকে যোগ দিতে নবান্নে পৌঁছে গেলেন নীতীশ-তেজস্বী। নবান্নের গেটে ফুল দিয়ে দু'জনকে অভ্যর্থনা মমতার।
পাটনা থেকে কলকাতা এসে পৌঁছলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন লালু-পুত্র তেজস্বী যাদবও। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানালেন ফিরহাদ হাকিম ও সুজিত বসু। দুপুরে নবান্নে বৈঠকে মমতা-নীতীশ-তেজস্বী।
- কাল থেকে শুরু হচ্ছে নবজোয়ার যাত্রা
কাল থেকে শুরু হচ্ছে কোচবিহার-কাকদ্বীপ তৃণমূলের নবজোয়ার যাত্রা। পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে তাঁর জনসংযোগ অভিযান। আজ বিকেলে কোচবিহার পৌঁছবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এবিএন শীল কলেজের মাঠে তৈরি করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। বিকেলে পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক। এরপর দিনহাটায় পৌঁছে সেখানেই রাত্রিবাস।
- আজ হতে পারে কালবৈশাখী
বৈশাখের প্রথম কালবৈশাখী। আজ ও কাল রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। । এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। বৈশাখী বৃষ্টিতে ইতিমধ্যেই কলকাতায় পারদ নেমেছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। - পুলিশ-প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ প্রিয়াঙ্ক কানুনগোর
কালিয়াগঞ্জকাণ্ডে পুলিশ-প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। সন্দেহভাজন তৃণমূল প্রধানকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চাওয়ায় ২ জনকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কের অভিযোগ, DSP নিজে বলেছেন, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে বারণ করেছেন অতিরিক্ত জেলাশাসক। এদিকে, গতকাল দিনভর টানাপোড়েনের পর, আজ সকালে প্রিয়াঙ্ক কানুনগো-র সঙ্গে দেখা করতে রায়গঞ্জের সার্কিট হাউসে যান উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক, রায়গঞ্জের মহকুমা শাসক এবং কালিয়াগঞ্জকাণ্ডের তদন্তকারী অফিসার। - অয়ন শীলের ছেলের বান্ধবীকে ইডির তলব
নিয়োগ দুর্নীতির টাকায় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অয়ন শীল। তার কোথায় কী রয়েছে, তার হদিশ পেতে এবার অয়নের ছেলে অভিষেক শীলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়কে তলব করল ইডি। চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি-র দাবি, অয়নের ছেলের সংস্থায় যৌথ অংশীদারি রয়েছে ইমনের। তাঁর বাবা পুর ও নগরোন্নয়ন দফতরের আমলা। সেক্ষেত্রে প্রভাব খাটিয়ে কোনও কাজ করা হয়েছিল কি না, জানতে চায় ইডি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)