West Bengal Top News : আজ শুভেন্দু-গড়ে অভিষেক, 'হাত' ছাড়লেন বায়রন, পড়ুন সকালের ১০ গুরুত্বপূর্ণ খবর
পড়ুন সকালের ১০ গুরুত্বপূর্ণ খবর

কালীঘাটের কাকুকে তলব
নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। এর আগে তাঁর বেহালার বাড়ি, ফ্ল্যাট ও অফিসে ম্যারাথন তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে দাবি, ৩টি কোম্পানির সঙ্গে সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে।
এন্টালিতে আগুন
এন্টালির ক্রিস্টোফার রোডে মুদিখানার গুদামে আগুন ছড়াল আতঙ্ক। গুদামঘর পুড়ে ছাই। গতকাল রাত আড়াইটে নাগাদ ক্রিস্টোফার রোডে মুদিখানার গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা গুদাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন লাগার পরেই গুদামের ভিতর থেকে বিকট আওয়াজ শোনা যায়।
কলকাতায় পথ দুর্ঘটনা
গাড়ির ধাক্কায় মৃত্যু হল তথ্যপ্রযুক্তি সংস্থার মহিলা কর্মীর। গুরুতর আহত তাঁর সহকর্মী। নিউ ব্যারাকপুরের বাসিন্দা স্বাগতা ঘোষাল সহকর্মী সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। গতকাল রাত ১১টা নাগাদ ইকো পার্কের ২ নম্বর গেটের কাছে তাঁদের বাইকে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। আহত ২ জনকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বছর বাইশের স্বাগতাকে মৃত বলে ঘোষণা করা হয়।
আজ শুভেন্দু-গড়ে অভিষেক
নবজোয়ার যাত্রার ৩৪ তম দিনে আজ শুভেন্দু-গড়ে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে দুপুর ৩টে নাগাদ পটাশপুরে পৌঁছবেন। সেখানে জনসংযোগের পর যাবেন এগরায়। সেখানে রোড শো করবেন অভিষেক।
কাটোয়ায় উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র
এবার কাটোয়ায় উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি। বেঙ্গল এসটিএফের জালে ৩ অস্ত্র কারবারি। এদের মধ্যে একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা। বাকি ২ জন মুর্শিদাবাদের। বেআইনি অস্ত্র কেনাবেচার খবর পেয়ে গতকাল রাতে কাটোয়া স্টেশনে হানা দেয় বেঙ্গল এসটিএফ।
'হাত' ছাড়লেন বায়রন : ধাক্কা খেল সাগরদিঘি ( Sagardighi Model ) মডেল। তৃণমূলে ( TMC ) যোগ দিলেন বায়রন বিশ্বাস ( Bayron Biswas) । তৃণমূলে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক। সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যে দলবদল। অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলে যোগদান বায়রন বিশ্বাসের। বিধানসভায় ফের শূন্য কংগ্রেস।
দলবদল-তরজা: পঞ্চায়েতের আগে ফের দলভাঙার খেলা? দরজা খুললে বিজেপিটাই উঠে যাবে, অভিষেকের মন্তব্যে জল্পনা। চিরদিন ব্ল্যাকমেল চলবে না, পাল্টা বিজেপি।
'সব টাকা পার্থর': তাঁর ফ্ল্যাটে পাওয়া কোটি কোটি টাকা কার? 'তাঁর ফ্ল্যাটে যে টাকা পাওয়া গেছে তা পার্থ চট্টোপাধ্যায়ের'। 'সেই টাকার ওপর তাঁর কোনও নিয়ন্ত্রণ ছিল না'। 'তিনি শুধু সেখানে থাকতেন', আদালতে দাবি পার্থ ঘনিষ্ঠ অর্পিতার। 'সব জেনে-বুঝেই বিলাস-বহুল জীবন উপভোগ করেছেন অর্পিতা', পাল্টা ইডি।
কনভয় হামলায় ধৃত ৯ : অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় রাজেশ, নিশিকান্ত মাহাতো সহ গ্রেফতার ৯। ধৃতদের মধ্যে ৭ জনকে হেফাজতে চায় সিআইডি। সিআইডির আবেদন খারিজ করে দেয় আদালত। ধৃতদের ১২ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ।
দ্রুত ক্লাস্টার তৈরির উদ্যোগ : বেআইনি বাজি কারখানা বন্ধে দ্রুত ক্লাস্টার তৈরিতে উদ্যোগ নবান্নের। নবান্ন থেকে এদিন সমস্ত ডিএমদের নির্দেশ, ক্লাস্টারের জমি সংক্রান্ত যাবতীয় তথ্য মঙ্গলবার জানাতে হবে।ক্লাস্টার তৈরির কাজ দ্রুত সম্পন্ন করতে চাইছে নবান্ন।






















