West Bengal Weather: আজও বৃষ্টির পূর্বাভাস, পরের সপ্তাহেও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি? শীতের কী হবে?
West Bengal Weather: গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস (Winter)। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কম। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি উপরে।
কলকাতা: রাজ্যে (West Bengal) আজ ও বিক্ষিপ্ত বৃষ্টির (Rain Prediction) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather forecast)। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস (Winter)। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কম। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি উপরে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সারাদিন মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমেছে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে।
আজও মেঘলা আকাশ ও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ আজ একটু কমবে। আগামীকাল উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আরো ৪৮ ঘণ্টা চলতে পারে। শনিবারও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। রবিবার থেকে আবহাওয়ার পুরোপুরি উন্নতি হবে। এরইমধ্যে আগামী সপ্তাহেও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি । জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
গতকালও শীতে অসময়ের বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। পাহাড়ে গতকাল কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে।শীতের লেপ কম্বল, পিঠে পুলি পায়েসের আয়েশ উধাও। অবস্থা এমনই যে, জানুয়ারির প্রথমেও মাথায় ছাতা। অসময়ের বৃষ্টিতে নাজেহাল কলকাতা থেকে দক্ষিণবঙ্গ। পাহাড়েও একই ছবি। শিলাবৃষ্টি হয়েছে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পঙে। কোথাও কোথাও আবার সকালের দিকে ছিল কুয়াশার দাপট।আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই অসময়ের বৃষ্টি। আবার সেই কারণেই উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় শীতের দাপট উধাও।
অন্যদিকে, উত্তর ভারতে অব্যাহত শীতের দাপট। দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে তাপমাত্রা নিম্নমুখী, বাড়ছে ঠাণ্ডা। ফলে কাঁপন ধরিয়েছে শীত। এরইমধ্যে মৌসম ভবনের পূর্বাভাস, আগামী দিনগুলিতে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে ধীরে ধীরে প্রবল ঠাণ্ডা থেকে স্বস্তি মিলতে পারে। এরমধ্য দিল্লি ও এনসিআর অঞ্চলে মাঝারি কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে দিনে রোদ বেরোবে বলেই পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুরো সপ্তাহই আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু ঠাণ্ডা হাওয়া থেকে রেহাই মিলবে না।