এক্সপ্লোর
Advertisement
West Bengal Weather : সপ্তাহ শুরুতেই ফের বৃষ্টি ভ্রুকুটি, জগদ্ধাত্রী পুজোয় কোথায় কোথায় বৃষ্টি ?
West Bengal Weather Update : ২০ ও ২১ নভেম্বর জগদ্ধাত্রী পুজো। এই দুদিনই বাংলায় বৃষ্টি হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ আবহাওয়া দফতরের।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : অঘ্রাণের শুরুতেই ফের রাজ্যে ( West Bengal Weather Rain ) বৃষ্টির ভ্রুকুটি। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৪-৫টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথায় কোথায় বৃষ্টি
বৃষ্টি হতে পারে
- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
- ঝাড়গ্রামে
তার আগে এই কয়েকটাদিন উত্তুরে হাওয়ার হাত ধরে ফিরবে শীতের আমেজ। আগামী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা ১-২ ডিগ্রি নামতে পারে। এরপর তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও, পরের সপ্তাহের শেষের দিকে ফের পারদ-পতনের সম্ভাবনা রয়েছে।
জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টি
উৎসবের মরশুমে বড় একটা বাধ সাধেনি বৃষ্টি। দুর্গাপুজোয় সামান্য বৃষ্টি হলেও লক্ষ্মীপুজো, কালীপুজো ও ভাইফোঁটায় ভোগায়নি বৃষ্টি। কিন্তু বাঙালির উৎসবের মরশুমে আরও একটি পুজো বাকি। জগদ্ধাত্রী পুজো। বহু জায়গায় ৫ দিন ধরে চলে জগদ্ধাত্রী পুজো। আর বেশিরভাগ জায়গায় নবমীতেই আরাধ্যা জগন্মাতা। এবছর পাঁজি অনুসারে ২০ ও ২১ নভেম্বর জগদ্ধাত্রী পুজো। এই দুদিনই বাংলায় বৃষ্টি হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতর সূত্রে খবর ,দখিনা বাতাসের প্রভাব বাড়তে পারে সোম এবং মঙ্গলবারে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা তৈরি হতে পারে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী ও নবমীতে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকাল, সন্ধে শীতের আমেজ কিছুটা ফিরবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে আবার সোম মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের কারণে বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?
সূত্র : https://city.imd.gov.in/ -
7 Day's Forecast Date Min Temp Max Temp Weather 18-Nov 22.0 29.0 Mainly Clear sky 19-Nov 22.0 29.0 Mainly Clear sky 20-Nov 23.0 29.0 Partly cloudy sky 21-Nov 21.0 28.0 Partly cloudy sky 22-Nov 21.0 29.0 Partly cloudy sky 23-Nov 20.0 29.0 Mainly Clear sky
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে - https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement