West Bengal Weather : আজ-কাল-পরশু ভয়াবহ তাপপ্রবাহ, শুক্রবার থেকে বদলে যাবে আবহাওয়া, কোথায় ঝড়বৃষ্টি ?
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : বুধবার পূর্ব মেদিনীপুর ও কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে।
১০ই মে বুধবার:
দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান , হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহের সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা।
১১ ই মে বৃহস্পতিবার:
দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান , পুরুলিয়া, বাঁকুড়া , পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা এবং পূর্ব মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা।
১২ই মে শুক্রবার:
দক্ষিণবঙ্গের ৮ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। তাপ প্রবাহের সতর্কবার্তা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান , পুরুলিয়া , বাঁকুড়া , নদিয়া , পশ্চিম মেদিনীপুর জেলায়। বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপ প্রবাহের পরিস্থিতির সতর্কবার্তা।
শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। এরপরেও দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
10-May | 29.0 | 37.0 | Partly cloudy sky | |
11-May | 28.0 | 39.0 | Mainly Clear sky | |
12-May | 28.0 | 38.0 | Partly cloudy sky | |
13-May | 28.0 | 38.0 | Partly cloudy sky | |
14-May | 29.0 | 37.0 | Partly cloudy sky | |
15-May | 29.0 | 38.0 | Partly cloudy sky | |
16-May | 29.0 | 38.0 | Partly cloudy sky |
তীব্র হয়েছে গরম। মহানগরের তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি। রাজ্যের অধিকাংশ জেলাতেই বইছে লু। তীব্র তাপপ্রবাহের কথা ভেবে আপাতত এক সপ্তাহ ক্লাস বন্ধ রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে। অনেকেই স্কুলই বেছে নিয়েছে অনলাইন ক্লাসের পথ। এই পরিস্থিতিতে চারিপাশ থেকে শোনা যাচ্ছে বহু মানুষের হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর।
হিটস্ট্রোকের মূল উপসর্গ গুলি হল -
- রোদের তাপে একেবারে নুইয়ে পড়া
- অতিরিক্ত ডিহাইড্রেটেড হয়ে যাওয়া
- গায়ের তাপমাত্রা অত্যন্ত বেশি অর্থাৎ প্রবল জ্বর
এই উপসর্গগুলি দেখলে একটুও সময় নষ্ট না করে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে। এভাবেই লড়াই করতে হবে গরমের সঙ্গে । বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন -