Weather Update : কালই ঘনাচ্ছে নিম্নচাপ, তেড়ে আসবে ঝোড়ো হাওয়া, ঝমঝমিয়ে বৃষ্টি, আবহাওয়ার বড় আপডেট
Weather Update : বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন নিম্নচাপ। আর তার প্রভাবে কোথায় হবে বৃষ্টি ?
কলকাতা: কলকাতা ফুটছে আন্দোলনের আঁচে। বুধবার বারো ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। সেই বনধকে ঘিরে উত্তপ্ত কলকাতা। গত ২ দিনের তুমুল বৃষ্টির পর বুধবার বৃষ্টি কমল বঙ্গে। শুক্রবার পর্যন্ত সাময়িক বিরতি নিয়েই ফের ঝোড়ো ইনিংস খেলবে বর্ষা। শনি ও রবিবার ফের ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে।
বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন নিম্নচাপ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপটি তৈরি হবে । এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপের প্রভাবে তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা ও জেলা। অন্যদিকে আবার দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপটি শক্তি বাড়িয়ে এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান আগামী ৪৮ ঘণ্টায় তা উত্তর ওড়িশা ও ঝাড়খন্ডে যাবে এই নিম্নচাপ।
নিম্নচাপের পরিস্থিতি
বুধ, বৃহস্পতি এবং শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ। বড়জোর দুই এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বা দুই এক পশলা ভারী বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলির দু এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া
বুধবার থেকে শুক্রবার তেমন উল্লেখ্যযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। শহরে বৃষ্টি বাড়বে শনিবার। মঙ্গলবার রাতের তাপমাত্রা ২৫.৪ থেকে বেড়ে হয় ২৬.৩ ডিগ্রি । কাল দিনের তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৯ মিলিমিটার।
কলকাতায় আগামী ৭ দিনের আবহাওয়া ( source : https://city.imd.gov.in/ )
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
28-Aug | 27.0 | 32.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
29-Aug | 27.0 | 32.0 | Generally cloudy sky with Light rain | |
30-Aug | 27.0 | 32.0 | Generally cloudy sky with Light rain | |
31-Aug | 28.0 | 32.0 | Generally cloudy sky with Light rain | |
01-Sep | 28.0 | 32.0 | NA | |
02-Sep | 28.0 | 31.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | |
03-Sep | 28.0 | 31.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm |
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।