Weather Update : আকাশজুড়ে কালো মেঘ, এখনই নামবে প্রবল বৃষ্টি, হলুদ সতর্কতা জারি
Kolkata Weather : আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি নামবে খুব তাড়াতাড়ি।
ঝিলম করঞ্জাই, কলকাতা : আকাশ জুড়ে কালো মেঘ। আবারও মেঘের গর্জন। ফের দুর্যোগের ইঙ্গিত কলকাতা শহরে। বৃষ্টির পূর্বাভাস তো ছিলই, বিকেল পেরোলেই কালবৈশাখী হওয়ার কথা। তার আগেই আকাশ ঢাকল মেঘে । আবহাওয়া দফতর জানাল, আগামী ২-৩ ঘণ্টা ভারী দুর্ভোগ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি নামবে খুব তাড়াতাড়ি। সঙ্গে বজ্রগর্ভ মেঘের গর্জন চলবে। আগামী দু তিন ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই জেলার বিভিন্ন এলাকায়। আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
কলকাতার আবহাওয়া
কলকাতায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার পর্যন্ত চলবে ঝড় ও বৃষ্টি। এই পরিস্থিতিতে পারদ অনেকটাই নেমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯, স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি নিচে। মঙ্গলবার থেকে হাওয়া বদল। ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের বিকেলের বুলেটিন অনুসারে, পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি থাকবে । পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ও দুই ২৪ পরগনাতে, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
শনি এবং রবিবার আগামীকালও কয়েকটি জেলায় প্রবল হবে বৃষ্টি। মেদিনীপুর ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়, ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। আর কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তার পরিমাণ কম থাকবে। ১৪ তারিখের পরও তাপমাত্রা বিশেষ কোনও বদলের কথা এখনই বলা যাচ্ছে না। তাপমাত্রা বাড়লে ১ থেকে ২° বাড়তে পারে।
আবহাওয়া দফতরের পোস্ট অনুসারে আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ?
7 Day's weather forecast for #Capital City pic.twitter.com/YqZz5esIWd
— IMD Kolkata (@ImdKolkata) May 10, 2024
আরও পড়ুন :
ইসকনে ময়ূরপঙ্খী নৌকোয় বিহারে বেরোলেন রাধামাধব, চন্দনে চর্চিত হয়ে 'স্বস্তি পেলেন' ঈশ্বর