Weather Update: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে দুর্যোগ, ভোর থেকেই বৃষ্টি ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
West Bengal Weather Update: আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে কি সেই জেলাগুলিতেও ? দেখুন একনজরে
কলকাতা: মাস পেরোলেই পুজো। পেজা তুলো মেঘের দেখা মিলুক, আর না মিলুক, আকাশের দিকে তাঁকানোই দায় হয়ে দাঁড়িয়েছে। কারণ গত কয়েকদিন ধরেই রোদের তেজ বেড়েই চলেছে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। যদিও মেজাজ বদলাতে পারে এবার মেঘেদের। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে ইতিমধ্য়েই রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, সেই জেলাগুলিতেও নতুন করে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস।
আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কার বার্তা দেওয়া হয়েছে। এইজেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় দুর্যোগের পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। এবার এই জেলাগুলির মধ্যে ইতিমধ্যেই বর্ধমান, মেদিনীপুরের একাধিক গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ২ জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় ২৮ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আগামীকাল কলকাতায় ২৭ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আর্দ্রতাটা সামান্য হলেও সকালে একটু কমেছে। আপেক্ষিক আর্দ্রতা ৯০ নিচে নেমে এসেছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য উপরে ওঠে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৭৩ শতাংশে।
আরও পড়ুন, ১১ ঘণ্টা পার, RG কর কাণ্ডে এখনও CGO কমপ্লেক্সে সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ
পুজোর মুখে বঙ্গোপসাগরে ফের দুর্যোগ ঘনাচ্ছে। আজই উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ফলে রবি ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের বৃষ্টির জেরে DVC জল ছাড়ায় প্লাবিত হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ। প্লাবিত নিম্ন দামোদর অববাহিকার একাধিক গ্রাম। ডিভিসির ছাড়া জল ঢুকে নতুন করে প্লাবিত খানাকুল ১ ও ২ নং ব্লকের ২৪ টি পঞ্চায়েত এলাকা।পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিস্তীর্ণ অংশ জলের তলায়। খাবার, জলের চরম সঙ্কট দেখা দিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।