কলকাতা: উত্তরবঙ্গে ফের প্রবল বর্ষণের সতর্কতা (North Bengal Weather update) জারি করল আলিপুর আবহাওয়া দফতর (IMD Forecast)। বুধবার তাদের তরফে আলিপুরদুয়ার জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার দু-একটি জায়গায় ভারী থেকে অতি ভারী (৭-২০ সেন্টিমিটার) এবং প্রবল বর্ষণ (২০ সেন্টিমিটারের ওপরে)-এর পূর্বাভাস দেওয়া হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়।  এই জেলাগুলির দু-একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এই জেলাগুলির একটি কিংবা দুটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 


আরও পড়ুন: Coochbehar News: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী প্রশাসন, দুটি স্কুলের উন্নয়নে টাকা বরাদ্দ কোচবিহারে


শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দু-একটি জায়গায়। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও কালিম্পং জেলার একটি কিংবা দুটি অঞ্চলে। এই দুটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।


আরও পড়ুন: By-Elections 2024: গাড়ি ভাঙচুর, ভয় দেখানো, ছাপ্পা ভোট, বুথ জ্যাম; রাজ্যে ৪ কেন্দ্রের উপনির্বাচনেও সেই চেনা অশান্তি !


শনিবারও ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং জেলার দু-একটি জায়গায়। আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়া সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। 


উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানা গেছে। ফলে মনে করা হচ্ছে যেটুকু তাপমাত্রা কমেছিল শনিবার মধ্যে বৃষ্টি না হলে তা আরও বাড়বে। ফলে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ থেকে সুন্দরবন পর্যন্ত জেলাগুলিতে মানুষের উষ্ণতাজনিত অস্বস্তি বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।


প্রসঙ্গত উল্লেখ্য, ৩১ মে থেকে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। তারপর থেকে প্রবল বর্ষণের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দার্জিলিং ও কালিম্পং সহ বেশ কয়েকটি জেলায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Chinsurah News: বাচ্চাদের সামনেই স্ত্রীকে খুন! সেই বাচ্চার সাক্ষীতেই 'ফাঁসি বা যাবজ্জীবনের' দোরগোড়ায় ব্যক্তি