Weather Update : ১১ ডিগ্রির কাঁপুনির পরই তাপমাত্রায় বিরাট লাফ ! হঠাৎ শীত গায়েব, হলটা কী ?
Weather Update: মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত ছিল। হলও তাই। সন্ধের পর থেকে বাড়তে থাকে তাপমাত্রা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : মরশুমের শীতলতম দিনের পরদিনই এক লাফে বাড়ল তাপমাত্রা। মঙ্গলবার কলকাতায় পারদ নেমেছিল ১১ ডিগ্রির ঘরে। আর বুধে তাপমাত্রা বেড়ে হল ১৬.৩ সেলসিয়াস। স্বাভাবিকের থেকে পারদ ২ ডিগ্রি বেশি। এর আগে ১২ ও ১৩ জানুয়ারি ১২ ডিগ্রিতে নেমেছিল কলকাতার তাপমাত্রা। জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। তখনই রাতারাতি তাপমাত্রায় লাফ।
আবহাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বাংলায়। সে কারণেই মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে -
- বাঁকুড়া
- ঝাড়গ্রাম
- দুই বর্ধমান
- মেদিনীপুরের কিছু অংশ
মঙ্গলবার শীতল দিনের পরিস্থিতি ছিল বেশ কয়েকটি জেলায়। দিনভর মেঘলা আকাশ ছিল। বুধেও হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট রয়েছে। তবে তাপমাত্রা অনেকটাই গিয়েছে বেড়ে। উত্তরবঙ্গে দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার দাপট রয়েছে। মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত ছিল। হলও তাই। সন্ধের পর থেকে বাড়তে থাকে তাপমাত্রা।
বুধবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন বেশ লক্ষ করা যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর । এর প্রভাব পড়তে পারে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়।
কলকাতায় রাতারাতি বেশ কিছুটা বেড়েছে পারদ । আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এথচ মঙ্গলেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ছিল।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ? কী জানাল আবহাওয়া দফতর ?
সূত্র : https://city.imd.gov.in/
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
23-Jan | 11.0 | 20.0 | Fog/mist in the morning and partly cloudy sky later | |
24-Jan | 15.0 | 21.0 | Fog/mist in the morning and partly cloudy sky later | |
25-Jan | 14.0 | 21.0 | Generally cloudy sky with Light rain | |
26-Jan | 14.0 | 22.0 | Fog/mist in the morning and partly cloudy sky later | |
27-Jan | 14.0 | 22.0 | Fog/mist in the morning and partly cloudy sky later | |
28-Jan | 13.0 | 22.0 | Mainly Clear sky | |
29-Jan | 13.0 | 22.0 | Mainly Clear sky |