West Burdwan: কাঁকসায় ব্যবসায়ীকে খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
অভিযোগকারী ব্যবসায়ী শ্যামলচন্দ্র বালার দাবি, গত কয়েক মাস ধরে কখনও বাড়িতে এসে, কখনও ফোনে তাঁকে খুনের হুমকি দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা প্রশান্ত মণ্ডল।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: কাঁকসায় তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। ভোটের ফল ঘোষণার পর থেকেই মিলছে হুমকি, দাবি করে থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ীর। ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই, দাবি তৃণমূলের। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ব্যবসায়ীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতা। পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুরে ফের শাসক নেতার দাদাগিরির অভিযোগ। যার জেরে প্রবল অস্বস্তিতে ঘাস-ফুল শিবির। অভিযোগকারী ব্যবসায়ী শ্যামলচন্দ্র বালার দাবি, গত কয়েক মাস ধরে কখনও বাড়িতে এসে, কখনও ফোনে তাঁকে খুনের হুমকি দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা প্রশান্ত মণ্ডল।
অভিযোগকারীর দাবি, এক সময় বিজেপির হয়ে কাজ করলেও বর্তমানে সক্রিয় রাজনীতিতে নেই তিনি। মে মাসে ভোটের ফল ঘোষণার পর তৃণমূল নেতা প্রশান্ত মণ্ডল দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন। অভিযোগ, যে জমিতে তাঁর কাঠের ব্যবসা রয়েছে সেই জমির কাগজপত্র দেখতে চান ওই তৃণমূল নেতা। নথি দেখাতে অস্বীকার করায় অশান্তি শুরু হয়। কাঁকসার অভিযোগকারী ব্যবসায়ী শ্যামলচন্দ্র বালা, প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করলে অভিযুক্ত শাসক নেতা কোনও মন্তব্য করতে চাননি। ঘটনা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী দ্বন্দ্ব।
কাঁকসার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবদাস বক্সীর কথায় 'কারোর সঙ্গে ব্যক্তিগত কোনও ঝামেলা থাকতে পারে। এর সঙ্গে দল জড়িত নয়। আইন আইনের পথে চলবে' খুনের হুমকির ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
গত ৬ সেপ্টেম্বর ফের মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার পড়ে পুরুলিয়ার বরাবাজারে। পোস্টারে মানবাজারের মহকুমাশাসক ও এক সরকারি আধিকারিককে হুমকি দেওয়া হয়। অন্যদিকে, মেদিনীপুরে রাস্তার উপর গাছ ফেলার ঘটনায় মাওবাদী স্মৃতি উস্কে দিয়েছে। সব দিক খতিয়ে দেখতে শুরু করে প্রশাসন।
এদিন ফের মাওবাদী আতঙ্ক ছড়ায় জঙ্গলমহলে। পুরুলিয়ার বরাবাজারে পড়ে মাওবাদীদের নামে দেওয়া পোস্টার। আর মেদিনীপুর-ধেড়ুয়া রাজ্য় সড়কের উপর ফেলা হয় গাছের গুঁড়ি। এদিন সকালে মাওবাদীদের নাম করে পোস্টার বরাবাজারের একাধিক জায়গায় নজরে পড়ে এলাকাবাসীর। পোস্টারে মানবাজারের মহকুমাশাসক ও বরাবাজারের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে খুনের হুমকি দেওয়া হয়।
হুমকি পোস্টারের নেপথ্যে কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখতে শুরু করে প্রশাসন। এ নিয়ে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার জানান, 'এটা নিয়ে তদন্ত হচ্ছে, এর সারবত্তা কী, এখন সরকারি আধিকারিকরা দুয়ারে গিয়ে পরিষেবা দিচ্ছে, কারও কিছু বলার থাকলে সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে।'
পুরুলিয়ায় যখন মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায়, তখন পশ্চিম মেদিনীপুরে রাস্তার উপর গাছ ফেলে রাখার ঘটনায় আতঙ্ক ছড়ায়। মেদিনীপুর-ধেড়ুয়া রাজ্য সড়কে, রাস্তা আটকে ফেলা ছিল গাছ। এলাকাবাসীর দাবি, আগে এই কায়দাতেই রাস্তায় গাছ ফেলে রাখত মাওবাদীরা। এ নিয়ে জামশোলের এক বাসিন্দা বলেন, বছর দশেক আগে এভাবে মাওবাদীরা গাছ কেটে রাস্তায় ফেলে দিত, কোনওদিন এমন ঘটেনি।