খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকোয়া এলাকায় উদ্ধার বস্তা বন্দী মহিলার মৃতদেহ
West Midnapore News: ঠিক সেই সময়ই তাঁদের নজরে পড়ে ধানক্ষেতে একটি গাছের নিচে বস্তাবন্দি এক মৃতদেহ। সেই মৃতদেহের পা বস্তার বাইরে বেরিয়ে ছিল।
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: রাস্তার ধারে পরে রয়েছে বস্তাবন্দি এক মহিলার মৃতদেহ (Womens Dead Body)। আর তা দেখেই চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার খড়গপুর লোকাল থানার (Kharagpur Local Police Station) অন্তর্গত সাঁকোয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন সকালে এলাকার সাধারণ মানুষরা প্রাতঃকর্ম সারার জন্য মাঠে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই তাঁদের নজরে পড়ে ধানক্ষেতে একটি গাছের নিচে বস্তাবন্দি এক মৃতদেহ। সেই মৃতদেহের পা বস্তার বাইরে বেরিয়ে ছিল। বস্তাবন্দি মৃতদেহ দেখার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার লোকেদের দাবি মহিলাকে অন্য জায়গায় খুন করে বস্তাবন্দি করে এখানে ফেলে দেওয়া হয়েছে। এলাকার লোকেরা পুলিশে খবর দিলে খড়গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার মানুষদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্থানীয় পুলিশ
এদিকে, রাজ্যের অন্য প্রান্তে বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হল তিনজনকে। বাঁকুড়ায় (Bankura) পৃথক দুটি পথ দুর্ঘটনা (Road Accident)। আর তাতেই মৃত্যু হল তিনজনের। দুর্ঘটনা দুটি ঘটে জয়পুর জঙ্গলে (Jaipur Forest) ও বিষ্ণুপুরের (Bishnupur) তেলিপুকুর এলাকায়। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোরে কোতুলপুর থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল একটি ডাম্পার। প্রবল গতিতে যাচ্ছিল সেটি রাস্তা দিয়ে। ডাম্পারটি বন কামারপুকুর ও তেলিপুকুরের মাঝে ভাঙ্গা পুলের কাছে আসতেই উল্টো দিক থেকে আসা একটি ডিজায়ার গাড়ি মুখোমুখি সজোরে ধাক্কা মারে ডাম্পারটিকে। ঘটনার অভিঘাতে ডিজায়ার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডিজায়ার গাড়ির চালক সহ দুই যাত্রীর। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি গ্যাস কার্টার দিয়ে কেটে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে গতকাল রাতে। জয়পুর জঙ্গলে একটি ইঞ্জিন ভ্যানের সাথে একটি বাইকের মুখোমুখি ধাক্কা হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। ঘটনায় আহত হন আরও তিনজন। দুটি পথ দুর্ঘটনায় তিন জনের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।