West Midnapore News: TMC-র চেয়ারম্যানের বিরুদ্ধে এবার ধর্নায় দলেরই ১০ কাউন্সিলর
Midnapore Municipality TMC Agitation: চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ বিক্ষুব্ধ কাউন্সিলরদের।পুরসভার গেটের সামনে বসে বিক্ষোভ।
সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: তৃণমূলেরই চেয়ারম্যানের বিরুদ্ধে এবার ধর্নায় তৃণমূলের ১০ কাউন্সিলর (TMC Councillor)। শাসক-দ্বন্দ্বে তুলকালাম মেদিনীপুর পুরসভায় (Midnapore Municipality)।চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ বিক্ষুব্ধ কাউন্সিলরদের।পুরসভার গেটের সামনে বসে বিক্ষোভ। রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে ৪ ঘণ্টা পর ধর্না তুললেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। '২ জানুয়ারি দুপক্ষকে নিয়ে বৈঠকে বসবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী'। রাজ্য নেতৃত্বের থেকে এই আশ্বাসের পর ধর্না তুললেন তৃণমূল কাউন্সিলররা।
চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ,পুরসভার গেটের সামনে বিক্ষোভ
মেদিনীপুর পৌরসভায় পৌরপ্রধানের বিমাতৃসুলভ আচরণ, পৌর প্রধানের স্বৈরাচারী সিদ্ধান্ত , ফান্ড ভাগ না করা, উন্নয়নের অর্থে মোচ্ছব-সহ বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে এবার ধর্নায় বসলেন তৃণমূলের ১০ কাউন্সিলর। পৌর প্রধানের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ অবস্থান। অভিযোগ, পৌরপ্রধান তৃণমূলেরই একাংশ কাউন্সিলরকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী মনোভাব নিয়ে পৌরসভা চালিয়ে যাচ্ছে। তৃণমূলের যে সমস্ত কাউন্সিলররা বিক্ষোভ অবস্থানে বসেছেন তাঁদের মধ্যে অন্যতম মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, শহরের মহিলা সভাপতি মৌ রায়, সংখ্যালঘু সেলের শহর সভাপতি মোজ্জামেল হোসেন, শহর এস সি সেলের সভাপতি প্রমুখ।
কালনা পুরসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
গতমাসেই তৃণমূল পরিচালিত কালনা পুরসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য়ে এসেছিল। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন তৃণমূলেরই ১৪ জন কাউন্সিলর। পুর চেয়ারম্যান আনন্দ দত্তর বিরুদ্ধে দুর্নীতি, কাউন্সিলরদের সঙ্গে অভব্য আচরণ, আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়ে পুরসভা চালানোর মতো গুরুতর অভিযোগ তুলেছেন শাসকদলের ওই কাউন্সিলররা। 'দলের কথা মেনেই কাজ করছি, আমি মহাপুরুষ নই, কাউন্সিলররা তাঁদের ক্ষোভের কথা প্রকাশ্যে এনে ঠিক করেননি', প্রতিক্রিয়া দিয়েছিলেন কালনা পুরসভার চেয়ারম্যান। বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলররা পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে মহকুমা শাসকের কাছে চিঠিও পাঠিয়েছিলেন।
আরও পড়ুন, পদ হারিয়ে হিমালয়ে যাচ্ছেন অনুপম, জল্পনা বাড়িয়ে তাঁর প্রশংসা তৃণমূলের কাজল শেখের
বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) তৈরি দলের জেলার আইটি সেলের দখল ঘিরে বীরভূমে (Birbhum) প্রকাশ্যে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash)। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে দেখা করেছিলেন জেলার তৃণমূলের একাংশ। এরপরেই সোশাল মিডিয়া পোস্টে পুরনোদের সরিয়ে দেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন তৃণমূলের জেলার আইটি সেলের অ্য়াডমিন। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছিল বিজেপি।