West Midnapur: প্রবল বৃষ্টিতে চন্দ্রকোনায় মাটির দেওয়াল ধসে মৃত্যু গৃহবধূর
জরাজীর্ণ বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই বাড়ির সদস্যরা।কিন্তু এতেও শেষরক্ষা হল না।
সোমনাথ দাস, চন্দ্রকোনা (পশ্চিম মেদিনীপুর): প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার করোঞ্জি গ্রামে মাটির দেওয়াল ধসে মৃত্যু হল গৃহবধূর। স্থানীয় সূত্রে খবর, জরাজীর্ণ বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই বাড়ির সদস্যরা।কিন্তু এতেও শেষরক্ষা হল না। আজ ভোরে নিজের বাড়ির অবস্থা দেখতে এসেছিলেন গৃহবধূ প্রতিমা বাগ। সেই সময়ই মাটির দেওয়াল ধসে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর সাঁইত্রিশের গৃহবধূর।
নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও দিনভর দুর্যোগের আশঙ্কা। ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কখনও ভারী, কখনও হালকা বৃষ্টি হচ্ছে কলকাতাজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরছে। তার জেরে আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বইবে ঝোড়ো হাওয়াও।
গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। নাগাড়ে বৃষ্টির ফলে একাধিক জায়গায় বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। ফলে দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ মানুষ। খাস কলকাতায় পুরানো বাড়ি ভেঙে আটকে পড়েন কয়েকজন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আটকদের উদ্ধার করা সম্ভব হয়। এরইমধ্যে চন্দ্রকোনায় এই দুর্ঘটনা ঘটল।পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরেও বিভিন্ন অংশে জল জমে গিয়েছে। ফলে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে হাওড়া পুরসভার অন্তত ২৫টি ওয়ার্ড জলমগ্ন। কোনও কোনও জায়গায় হাঁটু-সমান জল। মধ্য হাওড়ার পঞ্চাননতলা, সাঁতরাগাছি, লক্ষ্মীনারায়ণতলা, আইআইটি ক্যাম্পাস সংলগ্ন এলাকা, আন্দুল রোডও জলমগ্ন। কোথাও কোথাও বাড়িতেও জল ঢুকেছে। জমা জলে নাকাল হাওড়া পুর এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: East Burdwan: 'হরিদাস', নাম না করে পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতিকে নিশানা দলেরই নেতার