Babul Supriyo: 'ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ করেছিলাম, কিন্তু বিজেপি কি কৃতিত্ব দেবে'? কটাক্ষ বাবুলের
ট্যুইটারে তিনি লেখেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝালমুড়ি খেয়েছিলাম বলে আমাকে নিজের দলের লোকের কাছে ট্রোলড ও হেনস্থার মুখে পড়তে হয়েছিল।
কলকাতা: এবার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প নিয়ে নিজের পুরনো দলকে কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়। ট্যুইটারে তিনি লেখেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝালমুড়ি খেয়েছিলাম বলে আমাকে নিজের দলের লোকের কাছে ট্রোলড ও হেনস্থার মুখে পড়তে হয়েছিল। কারণ সেই সময়ে মুখ্যমন্ত্রীর সহযোগিতা ছাড়া জবরদখলের সমস্যার সমাধান সম্ভব ছিল না। তিনি ফিরহাদ হাকিমকে দত্তাবাদ ও অন্যান্য সমস্যা সমাধান করতে বলে আমাকে সাহায্য করেছিলেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলার জন্য কাজ করেছিলাম। এখন সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রায় সব কাজই শেষ। এবার কি বিজেপি ওই রুটের উদ্বোধনের জন্য আমাকে কৃতিত্ব দেবে? না দিলে, আমি কিছু মনে করব না। কারণ, আমি আমার কাজ করেছি।
Walked thru the entire tunnel under the Ganga to oversee work & spoke to everyone to solve the roadblocks•Worked beyond Politics to get the job done for WB •Today almost the entire stretch(except a small stretch near Sealdah) Salt Lake Sec-5 to Howrah Maidan is almost complete pic.twitter.com/UrCur8FSQI
— Babul Supriyo (@SuPriyoBabul) January 19, 2022
এ বিষয়ে পরপর বেশ কয়েকটি ট্যুইট করেছেন বাবুল।
This is a very small project but is very close to my heart, the lifts in BallyGhat that now saves commuters frm climbing the 60+ stairs they had to climb earlier to reach the platforms• Had got Rs. 1 CR specially sanctioned frm erstwhile RailMin Hon'ble @PiyushGoyal ji for it pic.twitter.com/LNN867HHAM
— Babul Supriyo (@SuPriyoBabul) January 19, 2022
Both the lifts for the Up&Down platforms R fully functional now & a friend of mine sent me these pics ystrday-as students we all climbed those stairs daily to go to Sealdah frm Uttarpara•Politics is a thankless job•Most, not all, forget to see the full portion of the glass pic.twitter.com/IWnoaoiAdP
— Babul Supriyo (@SuPriyoBabul) January 19, 2022">