Higher Secondary Examination 2025: আগামী বছর উচ্চমাধ্যমিকে কবে কোন পরীক্ষা? শুরু কখন? রইল খুঁটিনাটি
HS 2025 Routine:আগামী বছর উচ্চ মাধ্যমিকে কবে কোন পরীক্ষা হবে তার বিজ্ঞপ্তি ২৯ ফেব্রুয়ারি প্রকাশ করল পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক সংসদ।
কলকাতা: ৩ মার্চ শুরু হতে চলেছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2025 routine)। শেষ হবে ১৮ মার্চ। আগামী বছর উচ্চ মাধ্যমিকে কবে কোন পরীক্ষা হবে তার বিজ্ঞপ্তি ২৯ ফেব্রুয়ারি প্রকাশ করল পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক সংসদ। কবে কোন পরীক্ষা হবে (Details of HS 2025) এবং কোন পরীক্ষা কতক্ষণ ধরে হবে তার তালিকা দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।
কবে কোন পরীক্ষা:
৩ মার্চ (সোমবার): বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলগু, গুজরাতি, পাঞ্জাবি
৪ মার্চ (মঙ্গলবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড, রিটেলিং, সিকিউরিটি, আইটি এবং আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং, কন্সট্রাকশান, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, কৃষি, পাওয়ার (ভোকেশনাল সাবজেক্ট)
৫ মার্চ (বুধবার): ইংরেজি (বি), বাংলা (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংরেজি।
৬ মার্চ (বৃহস্পতিবার): অর্থনীতি
৭ মার্চ (শুক্রবার): পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, হিসাবরক্ষা
৮ মার্চ (শনিবার): কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেল্থ অ্য়ান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিসুয়াল আর্টস
১০ মার্চ (সোমবার): কমার্শিয়াল ল অ্য়ান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোশিওলজি
১১ মার্চ (মঙ্গলবার): রসায়ন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবী, ফরাসি
১৩ মার্চ (বৃহস্পতিবার): অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্য়াগ্রোনমি, ইতিহাস
১৭ মার্চ (সোমবার): বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স
১৮ মার্চ (মঙ্গলবার): রাশিবিজ্ঞান, ভূগোল, কস্টিং অ্য়ান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্য়ান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট
কখন হবে পরীক্ষা:
পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে, চলবে দুপুর ১টা বেজে ১৫ পর্যন্ত (হেল্থ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিসুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল বিষয়গুলিতে এই সময়সীমা নয়- এই পরীক্ষাগুলি ১০টা থেকে ১২টা পর্যন্ত হবে।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এদিন। সেই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার পাশাপাশি আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেন তিনি। রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা যথাসময়ে শুরু হয় এবং নির্ঘণ্ট মেনেই আজ শেষ হয়েছে। সমস্ত বিষয়ে পরীক্ষাই সুষ্ঠু ভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন ব্রাত্য বসু। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার ২২১-এর সামান্য বেশি, মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৮২৭টি। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪৭। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের ৬ হাজার ৭৯১টি স্কুলে হয়েছে।
আরও পড়ুন: কেন বিজেপিতে? যোগ দিয়ে কী জানালেন কৌস্তভ?
Education Loan Information:
Calculate Education Loan EMI