India Pakistan Ceasefire : ৪ শতাংশ লাফ ভারতের, যুদ্ধবিরতির খবরেও বন্ধ হয়ে গেল পাকিস্তানের শেয়ার বাজার, কী কারণ জানেন ?
Pakistan Stock Market: সোমবার একদিনেই পাকিস্তানের শেয়ার বাজার বাড়ল 9 শতাংশ।

Pakistan Stock Market: ভারতের সঙ্গে পাঞ্জা কষে ধসে যাচ্ছিল পাকিস্তানের শেয়ার বাজার (Pakistan Stock Market)। যদিও একবার যুদ্ধবিরতি (India Pakistan Ceasefire) ঘোষণা করলেই বিপুল লাভের (Profit) মুখ দেখল পাকিস্তান। সোমবার একদিনেই পাকিস্তানের শেয়ার বাজার বাড়ল 9 শতাংশ।
৬০ মিনিটের জন্য বন্ধ করাচি স্টক এক্সচেঞ্জ
সোমবার, ১২ মে, ৯% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পর পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জ ৬০ মিনিটের জন্য লেনদেন বন্ধ রাখে। সূচকের সর্বশেষ লেনদেন মূল্য ছিল ১,১৬,৬৫০। সপ্তাহের নাটকীয় শুরুতে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক কেএসই-১০০ সূচক প্রাথমিক লেনদেনে ৮.৮৪% লাফিয়ে ওঠার পর এক ঘন্টার জন্য লেনদেন বন্ধ রাখতে বাধ্য হয়। রেগুলেটরি সার্কিট ব্রেক করার পরই এই মার্কেট বন্ধ করে দেওয়া হয়।
আজ বিকেলেই হবে দুই দেশের কথা
পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে। 'শত্রু দেশের' অনেক জঙ্গি আস্তানা ধ্বংস করেছে ভারত। তবে, এরপর পাকিস্তান আগ্রাসী পদক্ষেপ নিতেই আরও উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা। যার ফলে পাকিস্তানের শেয়ার বাজার মারাত্মকভাবে ভেঙে পড়েছিল। যদিও সীমান্তে চার দিনের প্রবল গুলিবর্ষণের পর শনিবার ভারতের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় পাকিস্তান। এরপরে সীমান্তে শান্তি ফিরতেই পাক শেয়ার বাজারে এই বড় লাফ দেখা গেছে।
সোমবার ভারতের শেয়ার বাজারে কী হয়েছে
শেয়ার বাজার লাফিয়ে সোমবার সেনসেক্স প্রায় ২২৪০ পয়েন্ট লাফিয়ে উঠেছিল। সকাল ১০.৩০ মিনিটে, বিএসইতে সেনসেক্স ২২৫৪.৪৫ পয়েন্ট বেড়ে ৮১,৭০৮.৯২-এর স্তরে পৌঁছেছিল। এনএসইতে নিফটি ৫০-ও ৬৯৪.৬৫ পয়েন্ট বেড়ে ২৪,৭০২-এ লেনদেন করছিল। বাজারে এই উত্থানের পর, বাজার মূলধন ১২ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মাত্র ১০ সেকেন্ডের মধ্যে বিনিয়োগকারীদের অর্থ ১২ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আজ যে প্রধান শেয়ারগুলি বৃদ্ধি পাচ্ছে সেগুলি হল আদানি পোর্টস, ইনফোসিস, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক ও রিলায়েন্স।
ভারত-পাক উত্তেজনার কারণে শেয়ার বাজার রক্তাক্ত হয়েছিল
ভারত-পাকিস্তান সীমান্তে বিশাল উত্তেজনার কারণে পাকিস্তানের শেয়ার বাজারে বিপুল ধস নেমে আসে। প্রচণ্ড বিক্রির চাপের কারণে সেখানে লেনদেনও বন্ধ করতে হয়েছিল। করাচি স্টক এক্সচেঞ্জ অর্থাৎ কেএসই ১০০-এর বিশাল পতনের কারণে বিনিয়োগকারীরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির ঘোষণা বাজারে উল্লাস ফিরিয়ে এনেছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















