এক্সপ্লোর
Success Story: ঠাকুরদা ছিলেন চম্বলের ডাকাত, ৮৮ লাখ প্যাকেজের চাকরি ছেড়ে নাতি এখন সফল IAS ! কে এই দেব তোমর ?
UPSC Success Story: ২০১৯ সালে শুরু হয়েছিল এই প্রস্তুতি। তাঁর ঠাকুরদা রামগোবিন্দ সিং তোমর ছিলেন চম্বলের ডাকাত। আর তাঁর নাতি দেব তোমর তিন বছরের অক্লান্ত পরিশ্রমে হলেন আইএএস।
চম্বলের ডাকাতের নাতি এখন আইএএস
1/10

ঠাকুরদা ছিলেন চম্বলের ডাকাত। আর তাঁরই নাতি এখন হলেন সফল আইএএস। ২০২৪-এর ইউপিএসসি পরীক্ষায় সারা দেশে ৬২৯তম স্থান অর্জন করেছেন তিনি।
2/10

গোয়ালিয়রের দেব তোমর এখন সংবাদের শিরোনামে। নেদারল্যান্ডসে ফিলিপ্স সংস্থার সদর অফিসে বৈজ্ঞানিক হিসেবে কাজ করতেন তিনি।
3/10

৮৮ লাখ টাকা ছিল বার্ষিক বেতন আর সেই চাকরি ছেড়ে ভারতে এসে শুরু করেছিলেন ইউপিএসসির প্রস্তুতি।
4/10

২০১৯ সালে শুরু হয়েছিল এই প্রস্তুতি। তাঁর ঠাকুরদা রামগোবিন্দ সিং তোমর ছিলেন চম্বলের ডাকাত। তারপরেও দেবের বাবা বলবীর সিং তোমর সংস্কৃত নিয়ে গবেষণা করেছেন, ছিলেন স্কুলের অধ্যক্ষ।
5/10

আর বাবাকে দেখেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ জন্মায় তাঁর। জানা গিয়েছে শেষবারের চেষ্টায় সফল আইএএস হন দেব তোমর।
6/10

সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানান যে তাঁর এই সাফল্যের অন্যতম কারিগর তাঁর বাবা-মা। সম্পূর্ণ মনোযোগ ছিল তাঁর এই ইউপিএসসি পরীক্ষার উপরে।
7/10

আগের বছরগুলিতে পরপর তিনবার ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেও বাতিল হয়ে গিয়েছিলেন তিনি। শেষ চেষ্টায় বাজিমাত।
8/10

তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে লোকমুখে তিনি জেনেছেন যে তাঁর ঠাকুরদা চম্বলের ডাকাত ছিলেন, কিন্তু তিনি ঠাকুরদার মত নয়, বরং নিজের মত নিজের পথ বেছে নিয়েছেন।
9/10

আইআইটি থেকে পড়াশোনা শেষ করে দেব তোমর নেদারল্যান্ডসে বিপুল বেতনের একটি চাকরিতে যোগ দেন।
10/10

তারপর সেই চাকরি ছেড়ে শুরু হয় ইউপিএসসির প্রস্তুতি। ২০২৫-এ আসে কাঙ্ক্ষিত সাফল্য। বিবাহিত দেব তোমর স্ত্রী-সন্তান-পরিবার সামলেই প্রস্তুতি নিয়েছিলেন ইউপিএসসির।
Published at : 02 May 2025 06:22 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















