(Source: ECI/ABP News/ABP Majha)
IBPS SO Final Result 2021: স্পেশালিস্ট অফিসার পদের চূড়ান্ত ফল প্রকাশ
গত কয়েকদিন ধরে অপেক্ষা করছিলেন চাকরিপ্রার্থীরা। শেষমেশ তাঁদের অপেক্ষার অবসান হল।
কলকাতা: প্রকাশিত হল আইবিপিএস এসও বা ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের স্পেশালিস্ট অফিসার পদের চূড়ান্ত ফল। গতকাল, বৃহস্পতিবার এই ফল প্রকাশ হয়। স্পেশালিস্ট অফিসার পদের সিআরপি স্পেশাল এক্স কম্বাইনড মেনস এবং ইন্টারভিউ ফল প্রকাশ হয়েছে। ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএসের অফিসিয়াস ওয়েবসাইটে এই ফল দেখা যাবে।
পরীক্ষা শেষ হয় মার্চ মাসে। গত কয়েকদিন ধরে অপেক্ষা করছিলেন চাকরিপ্রার্থীরা। শেষমেশ তাঁদের অপেক্ষার অবসান হল। ibps.in ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সূত্রের খবর, ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই ফল থাকবে ওয়েবসাইটে। সেখান থেকে ফল ডাউনলোডও করা যাবে। কীভাবে জানবেন ফল? জেনে নিন সেই পদ্ধতি।
- ibps.in ওয়েবসাইটে যেতে হবে।
- হোম পেজে সিআরপি স্পেশাল এক্স কম্বাইনড মেনস এবং ইন্টারভিউ ফলের অপশনে ক্লিক করতে হবে।
- ক্লিক করার পর নতুন পেজ খুলে যাবে।
- এরপর নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মের তারিখ লিখতে হবে।
- ক্লিক করে সাবমিট করার পরই দেখা যাবে ফলাফল।
- সেখান থেকে ডাউনলোড করা যাবে ফল।
আইবিপিএস স্পেশালিস্ট অফিসার পদের জন্য পরীক্ষা হয় চলতি বছর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। তার আগে নেওয়া হয় মেনস পরীক্ষা। ২৪ জানুয়ারি এই পরীক্ষা নেওয়া হয়। মেনস পরীক্ষার ফল ঘোষণা হয় ৪ ফেব্রুয়ারি। লিঙ্কে সরাসরি ক্লিক করে ডাউনলোড করা যাবে ফলাফল। জানা গিয়েছে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৬৪৭টি শূন্যপদে স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে। এর মধ্যে আছে আই টি অফিসার- স্কেল ওয়ান (Scale I), অ্যাগ্রিকালচার ফিল্ড অফিসার স্কেল ওয়ান (Scale I), রাজভাষা অধিকারী স্কেল ওয়ান (Scale I), এইচ আর বা পার্সোনাল অফিসার স্কেল ওয়ান (Scale I), মার্কেটিং অফিসার স্কেল ওয়ান (Scale I)। সূত্রের খবর, মেধার ভিত্তিতেই সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ হবে। অর্থাৎ যাদের মেধাতালিকায় নাম আছে তারাই এই পদের যোগ্য বলে বিবেচিত হবেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI