ICSE ISC Results 2025: ICSE-র দশম ও ISC-র দ্বাদশের ফলাফল প্রকাশ্যে, পাশের হারে এগিয়ে মেয়েরা; নম্বর নিয়ে সন্তুষ্ট না হলে কী করবেন ?
ICSE ISC Results Declared for 10th and 12th Class: এই পরীক্ষার দশম ও দ্বাদশের ফলাফল দেখার জন্য এবং তা ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে উল্লিখিত ওয়েবসাইটে যেতে হবে লগ ইন করে।

ICSE ISC Results: কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন সংক্ষেপে সিআইএসই আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের আইসিএসই এবং আইএসসি বোর্ডের দশম ও দ্বাদশের ফলাফল (ICSE ISC Exam Results 2025) প্রকাশ করেছে। শিক্ষার্থীরা এখন সরাসরি তাদের ফলাফল বা স্কোরকার্ড দেখতে পাবেন https://www.cisce.org বা https://results.cisce.org ওয়েবসাইটে লগ ইন করে। এমনকী সরকারের ডিজিলকার অ্যাপে লগ ইন করেও এই ফলাফল দেখতে পাবেন পড়ুয়ারা।
কীভাবে দেখবেন ফলাফল
এই পরীক্ষার দশম ও দ্বাদশের ফলাফল দেখার জন্য এবং তা ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে উল্লিখিত ওয়েবসাইটে যেতে হবে লগ ইন করে।
কোর্ড কোড, প্রার্থীর ইউআইডি, ইনডেক্স নম্বর বসিয়ে লগ ইন করতে হবে ওয়েবসাইটে। নিজেকে যাচাই করাতে হবে ক্যাপচা কোড দিয়ে।
এরপরে 'Show Results' ট্যাবে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।
নম্বর নিয়ে খুশি নন ? কী করবেন ?
এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে খুশি না হলে, অসন্তুষ্ট থাকলে আপনি আপনার পরীক্ষার (ICSE ISC Exam Results 2025) উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য পাঠাতে পারেন। এর জন্য আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটের 'Public Services' সেকশনে যেতে হবে। রেজিস্টার্ড ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। নতুন হলে 'রেজিস্টার নাও' অপশনে ক্লিক করে প্রথমে অ্যাকাউন্ট বানাতে হবে। আর স্কুলের প্রধানরা এই রিকোয়েস্ট পাঠাতে পারবেন CAREERS পোর্টালের মাধ্যমে। ৩০ এপ্রিল এই পুনর্মূল্যায়নের উইন্ডো খুলবে, বন্ধ হবে ৪ মে। আর এই পুনর্মূল্যায়নের জন্য পাঠানো সমস্ত আবেদনের চূড়ান্ত ফলাফল এই ওয়েবসাইটেই পাওয়া যাবে।
পাশের হারে এগিয়ে মেয়েরা
২০২৫ সালে আইসিএসই কিংবা আইএসসি দুটি পরীক্ষারই পড়ুয়াদের পাশের হার ৯৯ শতাংশ। এই বছর মেয়েরা পাশের হারে পিছনে ফেলেছে ছেলেদের।
ICSE-র দশম শ্রেণির পরীক্ষা
মোট পরীক্ষার্থী- ২ লক্ষ ৫২ হাজার ৫৫৭ জন
পাশের হার: মেয়েদের – ৯৯.৩৭ শতাংশ; ছেলেদের – ৯৮.৮৪ শতাংশ
ISC-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা
মোট পরীক্ষার্থী – ৯৯ হাজার ৫৫১ জন
পাশের হার: মেয়েদের – ৯৯.৪৫ শতাংশ; ছেলেদের – ৯৮.৬৪ শতাংশ
কোন রাজ্যে সবথেকে ভাল ফলাফল
আইসিএসই পরীক্ষায় সবথেকে বেশি পাশের হার রয়েছে পশ্চিমবঙ্গে (৯৯.৮৩ শতাংশ) এবং দক্ষিণ ভারতে (৯৯.৭৩ শতাংশ)। আইএসসি পরীক্ষায় সবথেকে ভাল ফলাফল রয়েছে দক্ষিণ ভারতে (৯৯.৭৬ শতাংশ) এবং পশ্চিম ভারতে (৯৯.৭২ শতাংশ)।
Education Loan Information:
Calculate Education Loan EMI





















