Job News: ইরকন ইন্টারন্যাশনালে অ্যাসিসট্যান্ট ম্যানেজার নেওয়া হবে, বেতন শুরু ৪০ হাজার থেকে- কারা যোগ্য ?
IRCON International: ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড সংস্থায় ৬টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা HRM হিসেবে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
IRCON International Jobs: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা এইচআরএম পদে কর্মী নিয়োগ করতে চলেছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স কিংবা PM IM বিষয়ে ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন এই পদের (Job News) জন্য। এক্ষেত্রে লিখিত পরীক্ষা দিতে হবে আগ্রহী প্রার্থীদের। তারপর হবে ইন্টারভিউ, এর মাধ্যমেই প্রার্থী নির্বাচিত (IRCON International Jobs) হবেন। দেখে নিন ঠিক কতগুলি শূন্যপদ আছে এই সংস্থায় এবং কারাই বা যোগ্য হবেন এই পদে আবেদনের জন্য। কতদিন পর্যন্ত চলবে এই আবেদন ?
শূন্যপদ
ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড সংস্থায় ৬টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা HRM হিসেবে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বেতন কাঠামো
ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা HRM পদে নির্বাচিত হলে প্রার্থীরা মাসিক ন্যূনতম ৪০ হাজার টাকা বেতন পাবেন এবং সর্বোচ্চ বেতন হবে ১,৪০,০০০ টাকা পর্যন্ত। এর সঙ্গে যদিও জুড়ে যাবে অন্যান্য আরও কিছু অ্যালাউয়েন্স।
আবেদনের ফি
এই পদে আবেদনের (IRCON International Jobs) জন্য অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। সেক্ষেত্রে আবেদনের জন্য অসংরক্ষিত এবং ওবিসি প্রার্থীদের ১০০০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে। তবে অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না।
শিক্ষাগত যোগ্যতা
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরকন ইন্টারন্যাশনাল সংস্থায় কাজ করতে গেলে প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে HR/ Personnel IR / PM & IR বিষয়ে স্নাতক বা ডিপ্লোমার ডিগ্রি পেয়ে থাকতে হবে। হিউম্যান রিসোর্স সংক্রান্ত বিষয়ে প্রার্থীর পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার।
আবেদনের শেষ দিন কবে
২০ এপ্রিল ২০২৪ ইরকন ইন্টারন্যাশনাল এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদের জন্য আবেদন করা যাবে আগামী ১০ মে পর্যন্ত ।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
এক্ষেত্রে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের (IRCON International Jobs) প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। তবে ইন্টারভিউ দিতে হবে কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দুইই হতে পারে, অথবা যে কোনও একটির ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হতে পারে।
কীভাবে আবেদন করবেন
এই আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ অফলাইনে। নির্ধারিত ঠিকানায় সমস্ত নথি সহ আবেদনপত্র পাঠাতে হবে ডাকযোগে নির্দিষ্ট দিনের মধ্যে। ১০ মে-র পর আবেদনপত্র এসে পৌঁছালে তা আর গৃহীত হবে না।
আরও পড়ুন: Share Market Holiday: মে মাসে ১০ দিন বন্ধ থাকবে বাজার, জানেন কবে কবে ছুটি শেয়ার বাজারে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI