ISC ICSE Result 2024 Live Updates: আইসিএসই-আইএসসি-র রেজাল্ট প্রকাশ্যে, রাজ্যে পাসের হার ৯৯.২২ শতাংশ
ISC ICSE Result 2024 Live Updates: আজ আইসিএসই , আইএসসি-র (ISC)রেজাল্ট, বিস্তারিত জানতে চোখ রাখুন..
LIVE
Background
আজ আইসিএসই(ISC), আইএসসি-র (ISC)রেজাল্ট। সকাল ১১টায় আইসিএসই, আইএসসির ফলপ্রকাশ। results.cisce.org-এ জানা যাবে রেজাল্ট। ফলপ্রকাশের পর ১০ মে পর্যন্ত করা যাবে পুনর্মূল্যায়নের আবেদন।
ISC ICSE Result 2024 Live: দশম শ্রেণীতে মেয়েদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ
চলতি বছরে দশম শ্রেণীতে মেয়েদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ। যা ছেলেদের থেকে এগিয়ে রয়েছে।
ISC ICSE Result 2024 Live:পাশের হারে এগিয়ে কারা ?
উল্লেখ্য, চলতি বছরে আইসিএসই-তে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৪৩, ৬১৭ জন। এবং এবার আইএসসি পরীক্ষায় মোট পরাক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৯০১ জন। এর মধ্যে মেয়েদের পাশের হার এগিয়ে ছেলেদের থেকে।
ISC ICSE Result 2024 Live: ICSE ও ISC -তে টপারদের তালিকা প্রকাশ করেনি CISCE
চলতি বছরে ইতিমধ্যেই ICSE ও ISC এর দশম ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ্যে এসেছে। তবে এবার CISCE বোর্ড কোনও টপারদের তালিকা প্রকাশ করেনি। মূলত ছাত্র-ছাত্রীদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগীতা যাতে গড়ে না ওঠে, সেই চিন্তাভাবনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
ICSE Result 2024 Live News: দ্বাদশ শ্রেণীতে ৯৯.৭৫ শতাংশ নাম্বার পেয়েছেন একাধিক
আজ নির্দিষ্ট সময়েই ফল প্রকাশ্যে আনল CISCE। দ্বাদশ শ্রেণীতে (ISC) ৫ জন পেয়েছেন ৯৯.৭৫ শতাংশ নাম্বার।
ISC ICSE Result 2024 Live:কীভাবে রেজাল্ট জানবেন ?
আইসিএসই(ISC), আইএসসি-র (ISC)রেজাল্ট জানতে results.cisce.org-এই ঠিকানায় ক্লিক করুন।