Staff Selection Commission Recruitment: দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে ভারতের আধাসামরিক বাহিনীতে যোগদানের সবচেয়ে বড় সুযোগ, ২৫ হাজারের বেশি শূন্যপদ
Jobs And Recruitments: এসএসসি- র দেওয়া নোটিস অনুসারে, অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১ জানুয়ারি, ২০২৬। অন্যদিকে, জানা গিয়েছে, কারেকশন উইন্ডো খোলা থাকবে ৮ থেকে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

Staff Selection Commission Recruitment: স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ (SSC) অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC GD Constable 2026 নিয়োগের জন্য। নোটিফিকেশনে বলা হয়েছে মোট শূন্যপদের সংখ্যা ২৫৪৮৭টি। নিয়োগ হবে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেলস এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সে। আপাতত স্টাফ সিলেকশন কমিশনের নতুন পোর্টাল ssc.gov.in- এ SSC GD 2026- র জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাচ্ছে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩১ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। দশম শ্রেণি উত্তীর্ণ হলেই ভারতের প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ আধাসামরিক বাহিনীতে যোগ দেওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ।
এসএসসি- র দেওয়া নোটিস অনুসারে, অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১ জানুয়ারি, ২০২৬। অন্যদিকে, জানা গিয়েছে, কারেকশন উইন্ডো খোলা থাকবে ৮ জানুয়ারি, ২০২৬ থেকে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। SSC GD Constable 2026 নিয়োগের পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে। ইংরেজি, হিন্দি এবং ১৩টি আঞ্চলিক ভাষায় এই পরীক্ষা নেওয়া হবে। ২৫৪৮৭টি শূন্যপদের মধ্যে ২৩৪৬৭টি শূন্যপদ রয়েছে পুরুষদের জন্য। আর ২০২০টি শূন্যপদ রয়েছে মহিলাদের জন্য।
কোথায় কত শূন্যপদ রয়েছে বিস্তারিত দেখে নিন সেই তালিকা
BSF: ৬১৬টি শূন্যপদ
CISF: ১৪৫৯৫টি শূন্যপদ
CRPF: ৫৪৯০টি শূন্যপদ
SSB: ১৭৬৪টি শূন্যপদ
ITBP: ১২৯৩টি শূন্যপদ
AR: ১৭০৬টি শূন্যপদ
SSF: ২৩টি শূন্যপদ
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন
আবেদনকারীদের অতি অবশ্যই দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে একটি স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালত থেকে। আর ম্যাট্রিকুলেশন পাশ করার কাট অফ ডেট ০১/০১/২০২৬, তাহলেই আবেদন করতে পারবেন।
অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, দেখে নিন একনজরে
এই আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা। তবে মহিলা আবেদনকারী এবং তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র অনলাইনেই জমা দেওয়া যাবে বিভিন্ন পেমেন্ট মাধ্যমের সাহায্যে যেমন- BHIM UPI, Net Banking অথবা Visa, Master, Maestro Card অথবা RuPay Debit Card- এর মাধ্যমে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















