নয়াদিল্লি: স্নাতক স্তরের নিটের দ্বিতীয় দফার রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আজ, রবিবার। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্সের অফিশিয়ালের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। neet.nta.nic.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা যাবে। কোনও কারণে রেজিস্ট্রেশন সম্পূর্ণ না হলে পরীক্ষার্থী হিসেবে গণ্য় হবেন না সংশ্লিষ্ট আবেদনকারী।
ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফার এই রেজিস্ট্রেশনে পুনরায় নথি জমা দিতে হবে না সংশ্লিষ্ট পড়ুয়াকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, ছাত্রছাত্রীদের উদ্দেশে বলা হচ্ছে তাঁদের পুনরায় কোনও ফি দিতে হবে না। তবে কোনও ক্ষেত্রে আবেদনকারী তথ্য দিতে না পারলে তার আবেদন বাতিল হয়ে যাবে। এর আগে ৫৭ টি কলামে ছাত্রছাত্রীদের তথ্য এবং নথি জমা দিতে বলা হয় পরীক্ষার্থীদের। গত সপ্তাহে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিয়মের ক্ষেত্রে কিছু ছাড় দেয়।
আরও পড়ুন: South Central Railway Recruitment 2021: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, প্রচুর পদ খালি
আরও পড়ুন: Madhyamik Higher Secondary : মার্চ -এপ্রিলেই কি রাজ্যে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা?
নিটের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, National Eligibility cum Entrance Test (UG)-2021 এর জন্য অনলাইন আবেদন ফর্মের দ্বিতীয় ধাপ পূরণ করার জন্য কোনও নথি আপলোড করার প্রয়োজন নেই। আবেদনকারী রেজিস্ট্রেশন করার সময় কোনও সমস্যার সম্মুখীন হলে সরাসরি NTA-এর সঙ্গে যোগাযোগ করতে পারবে। 01140759000 এই নম্বর অথবা neet@nta.ac.in. এই ঠিকানায় ইমেল করা যাবে। রেজিস্ট্রেশন শেষ হলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রাথমিক অ্যান্সার কী প্রকাশ করবে। যা দেখা যাবে neet.nta.nic.in. ওয়েবসাইটে। সূত্রের খবর, এই মাসেই ফল প্রকাশ করতে পারে NTA। ফল দেখা যাবে neet.nta.nic.in. এই ঠিকানায়।
আরও পড়ুন: IBPS Clerk Recruitment 2021: আইবিপিএস ক্লার্ক পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, ৭ অক্টোবর থেকে শুরু আবেদন
আরও পড়ুন: RRC ER Recruitment 2021: পূর্ব রেলে প্রচুর পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর
Education Loan Information:
Calculate Education Loan EMI