কলকাতা: পূর্ব রেলে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর।
প্রায় ৩০০০ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, পূর্ব রেলওয়ে।(Railway Recruitment Cell, Eastern Railway)। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া। সোমবার ৪ অক্টোবর থেকে রেলের অফিশিয়াল ওয়েবসাইট rrcer.com-এ অ্যাপ্রেন্টিস পদে আবেদনের ফর্ম পাওয়া যাচ্ছে। ২৯৪৫টি পদে নিয়োগ করবে রেল। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
কোথায় কত নিয়োগ
ডিভিশন কত পদ খালি
হাওড়া ৬৫৯ টি পদ
শিয়ালদা ১১২৩ টি পদ
আসানসোল ৪১২ টি পদ
মালদা ১০০ টি পদ
কাঁচরাপাড়া ১৯০ টি পদ
লিলুয়া ২০৪ টি পদ
জামালপুর ৬৭৮ টি পদ
শিক্ষাগত যোগ্যতা
এই রেলওয়ে অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে। সেই ক্ষেত্রে তার পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক।
বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ১৫ বছর হতে হবে। তবে ২৪ ঊর্ধ্ব কোনও ব্যক্তি এই পদে আবেদন করতে পারবেন না।
প্রার্থী বাছাই পদ্ধতি
পূর্ব রেলের অ্যাপ্রেন্টিস পদে মেধার ভিত্তিতে নিয়োগ করবে কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে ১৮ নভেম্বর বাছাই প্রার্থীদের তালিকা অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের ফি
এই পদে আবেদনের জন্য ১০০ টাকা ফি জমা দিতে হবে চাকরিপ্রার্থীকে।তবে SC/ST/PWBD ও মহিলা আবেদনকারীদের চাকরির আবেদনের জন্য কোনও টাকা দিতে হবে না। ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে এই ফি-এর টাকা জমা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা।
Education Loan Information:
Calculate Education Loan EMI