কলকাতা: উত্তর দমদম পুরসভায়(North Dum Dum Municipality)প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অষ্টম শ্রেণি পাশ ও বাংলা জানলেই করতে পারবেন আবেদন। ৫৮টি গ্রুপ ডি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। 


পুরসভার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী দিনে তারা Group-D পদে মজদুর, পিওন, হেল্পার, অ্যাম্বুল্যান্স অ্যাটেন্ডেন্ট ও জিডিএ পদে নিয়োগ করবে।উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে উত্তর দমদম পুরসভার অফিশিয়াল ওয়েবসাইটে http://northdumdummunicipality.org গিয়ে আবেদন করতে হবে আপনাকে।


মজদুর-৩৭টি পদে নিয়োগ
পিওন-০৯টি পদে নিয়োগ
হেল্পার- ০৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি
অ্যাম্বুল্যান্স অ্যাটেন্ড্যান্ট-০১
জিডিএ-৪টি পদে নিয়োগ


শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও বাংলা বা নেপালি ভাষা জানতে হবে আবেদনকারীকে।


বয়স সীমা- পুরসভায় আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।


কীভাবে হবে প্রার্থী বাছাই ?
এ পদে বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে চাকরিপ্রার্থীকে। পরবর্তীকালে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে বসতে হবে ইন্টারভিউয়ের মুখে। ইন্টারভিউয়ের বিষয়ে চাকরিপ্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটেই জানিয়ে দেবে পুরসভা কর্তৃপক্ষ। 


কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তাদের সেই প্রমাণপত্র , কাস্ট সার্টিফিকেট, বয়সের প্রামাণ্য নথি ও অন্যান্য শংসাপত্র-সহ THE CHAIRPERSON, BOARD OF ADMINISTRATOR, NORTH DUM DUM MUNICIPALITY,163, M.B.ROAD, BIRATI, KOLKATA-700051 ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। যে খামে আবেদন পাঠাবেন তার মধ্যে কোন পদে আবেদন করছেন ও শ্রেণি লিখতে ভুলবেন না। চাকরির বিষয়ে বিশদে জানতে উত্তর দমদম 
পুরসভার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন। 


Official website of North Dum Dum Municipality — http://northdumdummunicipality.org 


আরও পড়ুন :  UPSC ESE 2022 Notification: ২৪৭টি পদে হবে নিয়োগ, ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল UPSC


আরও পড়ুন : Garden Reach Apprentice Recruitment 2021 : কলকাতায় গার্ডেনরিচে ২৫৬ পদে হবে নিয়োগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন


SBI SCO Recruitment 2021: স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, ম্যানেজার-এক্জিকিউটিভ পদে নিয়োগ শুরু


আরও পড়ুন : Chittaranjan Locomotive Recruitment: চিত্তরঞ্জন লোকোমোটিভে প্রচুর পদে নিয়োগ, ৩ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI