SBI SCO Recruitment 2021: স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, ম্যানেজার-এক্জিকিউটিভ পদে নিয়োগ শুরু
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদনের দিনক্ষণ। State Bank of India-র এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ১৮ অক্টোবর। স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে ৬০৬জনকে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
নয়াদিল্লি: স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল State Bank of India। এবার SBI SCO Recruitment 2021-এর জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে sbi.co.in-এ আবেদন করতে হবে।
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদনের দিনক্ষণ। State Bank of India-র এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ১৮ অক্টোবর। স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে ৬০৬জনকে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
কোন পদে কত নিয়োগ ?
এক্জিকিউটিভ (ডকুমেন্টস প্রিজারভেশন আর্কাইভস) ১টি পদ
রিলেশনশিপ ম্যানেজার ৩১৪টি পদ
রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড) ২০টি পদ
কাস্টমার রিলেশনশিপ এক্জিকিউটিভ ২১৭টি পদ
ইনভেস্টমেন্ট অফিসার ১২টি পদ
সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড) ২টি পদ
সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট) ২টি পদ
ম্যানেজার (মার্কেটিং) ১২টি পদ
ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) ২৬টি পদ
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ফুল টাইম MBA ডিগ্রি বা PGDBM উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সমতুল কোনও ডিগ্রি থাকলে চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীর মার্কেটিং ও ফিন্যান্সের বিষয়ে বিশেষ জ্ঞান বা ডিগ্রি থাকলেও এই পদের জন্য আবেদন করেতে পারবেন। তবে আবেদনকারীদের করেসপনডেন্স কোর্স বা পার্ট টাইম ডিগ্রি এই পদের জন্য বিবেচিত হবে না।
এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ যোগাযোগ করতে হবে। সেখানেই নোটিফিকেশনের বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন আবেদনকারী।
আবেদনের ফি
General/ EWS/OBC চাকরিপ্রার্থীদের জন্য ৭৫০ টাকা আবেদনের ফি রাখা হয়েছে।তবে চাকরির আবেদনের জন্য কোনও ফি লাগছে না SC/ST/PWD চাকরির আবেদনকারীদের। অনলাইনেই এই পরীক্ষার ফি জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের। সেই ক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড , ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে আবেদনকারীদের।
আরও পড়ুন : India Post Recruitment 2021: Post Office-এ স্পোর্টস কোটায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Education Loan Information:
Calculate Education Loan EMI