Recruitment News: ESIC সংস্থায় চাকরির সুযোগ, বেতন মিলবে ১ লাখ ৬৩ হাজার- কত শূন্যপদ ? কারা যোগ্য ?
ESIC Jobs: এমপ্লয়ি স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনে (ESIC Recruitment) ৫১টি শূন্যপদে নিয়োগ হবে। সিনিয়র রেসিডেন্ট, ফুল টাইম কনট্রাকচুয়াল স্পেশালিস্ট, পার্ট টাইম সুপার স্পেশালিস্ট ইত্যাদি পদে হবে নিয়োগ।
ESIC Jobs: এমপ্লয়ি স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনে বড় চাকরির সুযোগ। সিনিয়র রেসিডেন্ট, ফুল টাইম কনট্রাকচুয়াল স্পেশালিস্ট, পার্ট টাইম সুপার স্পেশালিস্ট ইত্যাদি পদে হবে নিয়োগ। বয়স ৬৯ বছরের মধ্যে হলেই এই পদের জন্য আবেদন (ESIC Recruitment) করা যাবে। তবে এই চাকরি স্থায়ী চাকরি নয়, চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। বেতন মিলবে মাসে ১ লাখ ৬৩ হাজার টাকা। দেখে নিন শূন্যপদ কতগুলি, কীভাবেই বা আবেদন করবেন।
শূন্যপদ
এমপ্লয়ি স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনে (ESIC Recruitment) ৫১টি শূন্যপদে নিয়োগ হবে। সিনিয়র রেসিডেন্ট, ফুল টাইম কনট্রাকচুয়াল স্পেশালিস্ট, পার্ট টাইম সুপার স্পেশালিস্ট ইত্যাদি পদে হবে নিয়োগ। অ্যানাস্থেশিয়া, বায়োকেমিস্ট্রি, গায়নোকোলজি, মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি ইত্যাদি বিভাগে সিনিয়র রেসিডেন্ট নেওয়া হবে। এছাড়া মেডিক্যাল গ্যাস্ট্রোনমি, ইউরোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি বিভাগে পার্ট টাইম সুপার স্পেশালিস্ট নেওয়া হবে।
কাজের মেয়াদ
প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে (ESIC Recruitment) লোক নেওয়া হবে এই সংস্থায়। এরপরে এই চুক্তি ১ বছর অতিরিক্ত বাড়ানো হতে পারে কাজের দক্ষতার ভিত্তিতে এবং চুক্তির মেয়াদ সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বর্ধিত হতে পারে।
বেতন কাঠামো
এমপ্লয়ি স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনে (ESIC Recruitment) এইসব শূন্যপদে নির্বাচিত প্রার্থীরা মাসে ১ লাখ ৬৩ হাজার ১১৬ টাকা বেতন পাবেন। এটাই এই সংস্থায় সর্বোচ্চচ বেতন। সিনিয়র রেসিডেন্ট পদের জন্য মাসিক বেতন ৬৭ হাজার ৭০০ টাকা, ফুল টাইম কনট্রাকচুয়াল পদের জন্য মাসিক বেতন হবে সর্বোচ্চ ১ লাখ ৬৩ হাজার ১১৬ টাকা এবং আংশিক সময়ের সুপার স্পেশালিস্ট হিসেবে নির্বাচিত হলে প্রার্থীরা ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন।
কী যোগ্যতা লাগবে
এই পদের জন্য স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে ভারতীয় মেডিক্যাল কাউন্সিল স্টেট মেডিক্যাল কাউন্সিলের অধীনে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের ফি
এই পদে আবেদনের জন্য ৩০০ টাকা আবেদনের ফি দিতে হবে এবং SC/ST দের জন্য আবেদনের ফি মাত্র ৭৫ টাকা।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। আগামী ৫ জুন হবে এই পদের জন্য ইন্টারভিউ। এর মাধ্যমেই হবে প্রার্থী নির্বাচন।
আরও পড়ুন: Heatwave Alert: প্রবলে গরমে নাজেহাল পড়ুয়ারা, স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের
Education Loan Information:
Calculate Education Loan EMI