Recruitment News: অষ্টম পাশেই মিলবে সরকারি চাকরি, এই সংস্থা দিচ্ছে সুযোগ- কত বেতন ?
Apprentice Recruitment: এই নিয়োগের মাধ্যমে মাজগাঁও ডক শিপবিল্ডার্স সংস্থায় ৫১৮টি শূন্যপদে লোক নেওয়া হবে। এই পদে আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনও চলছে। আগামী ২ জুলাই শেষ দিন।
Mazagaon Dock Apprenticeship: মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ৫০০টিরও বেশি শূন্যপদে যোগ্য আবেদনকারী প্রার্থীরা (Recruitment News) কাজের সুযোগ পাবেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পদের জন্য (Apprentice Jobs) আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট দিনের মধ্যে জমা দিতে হবে। শুধুমাত্র অনলাইনেই (Govt Jobs) এই চাকরির আবেদন করা যাবে। কোন কোন পদে নিয়োগ হবে, কী যোগ্যতা লাগবে আর কীভাবেই বা আবেদন করতে হবে জেনে নিন বিস্তারিত।
৫১৮টি শূন্যপদে নিয়োগ হবে
এই নিয়োগের মাধ্যমে মাজগাঁও ডক শিপবিল্ডার্স সংস্থায় ৫১৮টি শূন্যপদে লোক নেওয়া হবে। এই পদে আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া (Recruitment News) এখনও চলছে। তবে আগামী ২ জুলাইয়ের মধ্যেই এই পদে আবেদন করে ফেলতে হবে। তারপর আর কোনও সুযোগ পাওয়া যাবে না।
পরীক্ষার মাধ্যমে হবে প্রার্থী নির্বাচন
একটি লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। আগামী ১০ অগস্ট ২০২৪ তারিখে এই নির্বাচনী লিখিত পরীক্ষা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। ২৬ জুলাইয়ের আগেই এই পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।
শূন্যপদের বিস্তারিত তথ্য
মাজগাঁও ডক শিপবিল্ডার্সে মোট ৫১৮টি শূন্যপদে নিয়োগ (Recruitment News) করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর মধ্যে গ্রুপ এ পদে নেওয়া হবে ২১৮ জনকে, গ্রুপ বি ও গ্রুপ সি পদে নেওয়া হবে ৬০ জন কর্মীকে। উল্লিখিত ফর্ম্যাটে ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের ফি কত লাগবে
এই পদে আবেদনের জন্য অসংরক্ষিত প্রার্থীদের মাত্র ১০০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে। অন্যদিকে সংরক্ষিত প্রার্থী ও প্রতিবন্ধীদের জন্য কোনও আবেদনের ফি লাগবে না।
কী যোগ্যতা লাগবে
এই পদে আবেদনের জন্য উৎসাহী প্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে অষ্টম বা দশম শ্রেণি পাশ করে থাকতে হবে। যে সমস্ত প্রার্থী ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ করেছেন, তারা এই সংস্থায় গ্রুপ এ পদে আবেদন করতে পারেন। ২০২৪ সালের ১ অক্টোবরের আগে যে সমস্ত প্রার্থী আইটিআই পাশ করেছেন তারা এই সংস্থায় গ্রুপ বি পদে আবেদন করতে পারেন। অষ্টম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা গ্রুপ সি পদে কাজ করতে পারবেন। এই তিনটি পদের জন্যেই প্রার্থীর বয়স হতে হবে ১৫-১৯ বছরের মধ্যে।
বেতন কত হবে
নির্বাচিত প্রার্থীরা এই সংস্থায় কাজের জন্য মাসে ৫৫০০ থেকে ৮৫০০ টাকা স্টাইপেন্ড পাবেন।
আরও পড়ুন: NEET Scam: সাদা খাতা জমা দিয়ে NEET-এ সুযোগ! শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Education Loan Information:
Calculate Education Loan EMI