(Source: Poll of Polls)
NEET Scam: সাদা খাতা জমা দিয়ে NEET-এ সুযোগ! শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
NEET Corruption Update: বছর দেড়েক আগে, শিক্ষা-দুর্নীতির আবহে, এ রাজ্য়ে তোলপাড় ফেলে দিয়েছিল এই একটা শব্দবন্ধ।
কলকাতা: বাংলার পর এবার গুজরাত। ফের পরীক্ষা-দুর্নীতির অস্ত্র সাদা খাতা (NEET Scam)। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিটে, টাকার বিনিময়ে, পরীক্ষার্থীর সাদা খাতায় উত্তর লিখে, তাকে পাস করানোর প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। যদিও, তদন্তে শেষ মুহূর্তে বিষয়টি সামনে চলে আসে। শিক্ষকের কাছ থেকে উদ্ধার হয় সাত লক্ষ টাকা।
পরীক্ষা-দুর্নীতির অস্ত্র সাদা খাতা? বছর দেড়েক আগে, শিক্ষা-দুর্নীতির আবহে, এ রাজ্য়ে তোলপাড় ফেলে দিয়েছিল এই একটা শব্দবন্ধ। এবার শিক্ষা সংক্রান্ত আরেক দুর্নীতিতে সেই সাদা খাতার কথাই শোনা গেল ২ হাজার কিলোমিটার দূরে বিজেপি শাসিত গুজরাতে। অভিযোগ, তৃণমূল শাসিত বাংলায় এরকম খালি OMR বা সাদা খাতা জমা দিয়ে স্কুল শিক্ষকের চাকরি হয়েছিল বহু অযোগ্য় প্রার্থীর। এবার গুজরাতেও ঠিক একইভাবে সাদা খাতা দিয়ে, ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET-এ সুযোগ দেওয়ার চাঞ্চল্য়কর অভিযোগ উঠেছে।
গোধরার একটি স্কুলকে, ডাক্তারির প্রবেশিকার সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছিল। অভিযোগ, সেখানে পরীক্ষার দায়িত্বে থাকা ডেপুটি সুপার তুষার ভট্ট নামে পদার্থবিদ্য়ার এক শিক্ষক ৬জন পরীক্ষার্থীর সঙ্গে রফা করেছিলেন। অভিযোগ, পরীক্ষার্থীদের বলা হয়েছিল, যে যে প্রশ্নের উত্তর তাদের জানা নেই, উত্তরপত্রে সেই জায়গা ফাঁকা রেখে দিতে। খাতা জমা নেওয়ার পর সেই জায়গায় উত্তর লিখে দেওয়া হবে। আর এই গোটাটা করা হচ্ছিল মোটা টাকার বিনিময়ে। অভিযোগ, এর জন্য় পরীক্ষার্থী পিছু ১০ লক্ষ টাকা চেয়েছিলেন ওই শিক্ষক। এক পরীক্ষার্থী অগ্রিম হিসেবে ৭ লক্ষ টাকা দিয়েও দেন। কিন্তু, শেষ অবধি গোটা চক্রের পর্দাফাঁস হয়ে যায়। নাটকীয়ভাবে পরীক্ষার দিনই স্কুলে পৌঁছে যায় অতিরিক্ত জেলা কালেক্টর এবং শিক্ষা দফতরের টিম। তুষার ভট্ট নামে ওই শিক্ষকের মোবাইল ফোন দেখতেই, সেখান থেকে পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর মেলে। যেগুলি তাঁকে হোয়াটসঅ্য়াপে পাঠানো হয়েছিল। এরপরই গোধরা তালুকা থানায় এনিয়ে FIR হয়।
গুজরাতে এই চাঞ্চল্য়কর অভিযোগ, মনে করিয়ে দিচ্ছে এরাজ্য়ের শিক্ষা দুর্নীতিতে সাদা খাতার যোগের কথা। এখানেও শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআই এমন OMR-এর হদিশ পেয়েছিল, যেখানে একটিও প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। অথচ, এই প্রার্থীরা স্কুলে চাকরি পেয়ে যান বলে সিবিআই সূত্রে দাবি। কলকাতা হাইকোর্টে চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম একটি ভাইরাল অডিও ক্লিপ শুনিয়েছিলেন, যেখানে সাদা খাতার কথা শোনা গেছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Hollong Tourist Lodge Fire: হলং বাংলোয় কীভাবে আগুন? অগ্নিকাণ্ড ঘিরে একাধিক প্রশ্ন
Education Loan Information:
Calculate Education Loan EMI