Professor of Practice: নয়া শিক্ষানীতি ২০২০ অনুসারে সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে বহু বদল হতে চলেছে। আর এই নতুন শিক্ষানীতিতে (Professor of Practice) কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে অ্যাকাডেমিক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে। দেশের যুবকদের দক্ষতা গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে (NEP 2.0) চাকরিদাতাদের চিন্তাভাবনা অনুসারী করে তুলতে হবে আর সেই লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিয়োগ করবে 'প্রফেসর অফ প্র্যাক্টিস'। কী জন্য এই পদ ? কীভাবেই বা নিয়োগ হবে ?


প্রফেসর অফ প্র্যাক্টিস নিয়োগের উদ্দেশ্য


বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষ কর্মীদের সহায়তায় শিক্ষার্থীদের অভিজ্ঞতার (Professor of Practice) মাধ্যমে শিক্ষণ, গবেষণা, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করা হবে।


ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, টেকনোলজি, ম্যানেজমেন্ট, অন্ত্রপ্রণর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি সোশ্যাল সায়েন্স, কমার্স, মিডিয়া, সাহিত্য,  চারুকলা, সিভিল সার্ভিস, আইনি পেশার দক্ষ মানুষদের নিয়ে আসা হবে কলেজে-বিশ্ববিদ্যালয়ে যাতে শিক্ষার্থীরা সব রকম কর্মক্ষেত্রের বিষয়ে ওয়াকিবহাল হতে পারে এবং তাদের বাস্তবিক অভিজ্ঞতা আরও সুদূরপ্রসারী হয়ে ওঠে।


ইন্ডাস্ট্রি এক্সপার্টের সঙ্গে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এক্ষেত্রে যৌথভাবে কাজ করবে বিভিন্ন গবেষণামূলক প্রকল্পে, এতে সমাজ ও ইন্ডাস্ট্রি দুই তরফেই নানা উপকার হবে।


 


কী দায়িত্ব থাকবে প্রফেসর অফ প্র্যাক্টিস পদাধিকারীদের


পাঠ্যক্রম ও পাঠ-পরিকল্পনা নির্মাণ করা সুষ্ঠুভাবে।


নতুন পাঠক্রম চালু করা এবং প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে পাঠদান।


নতুন কিছু উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহ দান, সে ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া।


প্রতিষ্ঠানের শিক্ষক-অধ্যাপকদের সঙ্গে যৌথভাবে কর্মশালা, সেমিনার ইত্যাদি আয়োজন করা।


যৌথ গবেষণা প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়া।


কী যোগ্যতা লাগবে


নির্দিষ্ট কোনও ক্ষেত্রে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র কোনও স্তরের পদে কাজ করতে হবে।


নিয়মনিষ্ঠ কোনও অ্যাকাডেমিক যোগ্যতা লাগবে না, অধ্যাপকদের মত পেপার পাবলিকেশনের কোনও প্রয়োজনীয়তা নেই এক্ষেত্রে।


নির্দিষ্ট প্রতিষ্ঠানের মোট শিক্ষক-অধ্যাপক পদের ১০ শতাংশের বেশি নিয়োগ করা যাবে না প্রফেসর অফ প্র্যাক্টিস।


কীভাবে হবে নিয়োগ


মূলত তিনভাবে এই প্রফেসর অফ প্র্যাক্টিস (Professor of Practice) নিয়োগ হতে পারে। ইন্ডাস্ট্রির অর্থানুকূল্যে নিয়োগ, শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আর্থিক আনুকূল্যে নিয়োগ এবং সম্মানীয় পদে নিয়োগ।


প্রাথমিকভাবে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান ১ বছরের জন্য প্রফেসর অফ প্র্যাক্টিস নিয়োগ করতে পারে। তবে এই মেয়াদ বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বাড়তে পারে।


আরও পড়ুন: NEET Hearing: 'পবিত্রতা নষ্ট হয়েছে, জবাব দিতে হবে', NEET নিয়ে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট


Education Loan Information:

Calculate Education Loan EMI