এক্সপ্লোর
Advertisement
নাম রাহুল মোদি, ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় পেলেন ৪২০-তম স্থান!
কিন্তু ‘যিনি রাম, তিনিই কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ-’র মতো এক তরুণের নাম রাহুল মোদী। তিনি ইউপিএসসি-র এক পরীক্ষার্থী।
নয়াদিল্লি: রাহুল আর মোদী এই দুটো শব্দ উচ্চারণ করলেই ভারতের মানুষ ধরে নেন দুটো রাজনৈতিক দলের দুই শীর্ষ নেতার কথা। ভাবেন নির্ঘাৎ এবার বিজেপি বনাম কংগ্রেস দুই দলের একটা তরজা শুরু হল বলে। দোষটা মানুষের নয়, এই দুই নামের মধ্যেই রয়ে গিয়েছে প্রবল দ্বন্দ্ব। যেন উত্তর মেরু বনাম দক্ষিণ মেরু। কিন্তু ‘যিনি রাম, তিনিই কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ-’র মতো এক তরুণের নাম রাহুল মোদী। তিনি ইউপিএসসি-র এক পরীক্ষার্থী। এই পর্যন্তও ঠিক আছে। কিন্তু বিষয়টি আরও দ্ব্যর্থক হয়েছে যখন মেধা তালিকার তিনি রয়েছেন ৪২০ নম্বর স্থানে। নামের মধ্য দিয়ে বিরোধী দলের নেতার নাম ও প্রধানমন্ত্রীর পদবীর মেলবন্ধন ঘটিয়েছেন যিনি তাঁর মেধাতালিকায় স্থান ‘চারশো বিশ’ হওয়ার কারণেই হাসির উদ্রেক ঘটেছে মানুষের মধ্যে।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন-২০১৯ সালের ফল প্রকাশ করেছে। এই পরীক্ষার মাধ্যমে ভারতের বিদেশ পরিষেবা, পুলিশ ও অন্যান্য কেন্দ্রীয় সার্ভিসের প্রার্থী বাছাই করা হয়। তাতে প্রথম হয়েছেন প্রদীপ সিং। দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে যতীন কিশোর ও প্রতিভা ভার্মা। তবে বিস্ময়করভাবে তাঁদের চেয়ে অনেক বেশি আলোচনার মধ্যে রয়েছে ৪২০ স্থানে থাকা রাহুল মোদী। বিষয়টিকে নিয়ে নানা জোকস তৈরি করে পরস্পরের মধ্যে শেয়ার করছেন দেশের বহু মানুষ।
Education Loan Information:
Calculate Education Loan EMI
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement