Uccha Madhyamik Results 2021 Declared LIVE : প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, সব জেলাতেই পাশের হার ৯০ শতাংশের বেশি
WBCHSE Uccha Madhyamik Class 12 Result 2021 live updates : বিকেল চারটে থেকে উচ্চমাধ্যমিকের ফল দেখা যাচ্ছে এবিপি আনন্দের ওয়েবসাইট wb12.abplive.com -এ।
LIVE
Background
কলকাতা: আজ আর কয়েক ঘণ্টার মধ্যেই এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Uccha Madhyamik Result 2021) -র রেজাল্ট জানা যাবে। দুপুর ৩টেয় আনুষ্ঠানিক প্রকাশের পর বিকেল ৪টে থেকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও প্রকাশিত হবে না মেধা তালিকা। শুক্রবার অ্যাডমিট কার্ড (Higher Secondary Admit Card 2021) ও মার্কশিট পাবে পরীক্ষার্থীরা।
করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন। ফল প্রকাশিত হতে চলেছে আজ।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ৩টেয় আনুষ্ঠানিক ফলপ্রকাশ হবে। বিকেল ৪টে থেকে তা জানা যাবে ওয়েবসাইট মারফত। পরীক্ষা না হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পায়নি কেউ। জানা নেই রোল নম্বর। এই পরিস্থিতিতে অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের সহজে রেজাল্ট জানানোর ব্যবস্থা করেছে এবিপি আনন্দ। তার জন্য পরীক্ষার্থীদেরকে ঢুকতে হবে wb12.abplive.com ওয়েবসাইটে। ফল জানার জন্য দিতে হবে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর (HS Exam 2021 Registration Number)।
বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হলেও মাধ্যমিকের (WBBSE Board) মতোই প্রকাশিত হবে না মেধা তালিকা। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE Board) জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড। সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে।
মঙ্গলবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়ে উচ্চমাধমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২ অগাস্ট থেকে ১৪ অগাস্টের মধ্যে শেষ করতে হবে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া। ১৬ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে ভর্তি চলবে অন্য স্কুলের পড়ুয়াদের।
এরই মধ্যে, ৩১ জুলাই বেরোতে পারে CBSE দ্বাদশের ফল। বোর্ড সূত্রে খবর, বাড়ানো হয়েছে নম্বর চূড়ান্ত করার সময়সীমা। নির্দেশিকায় বলা হয়েছে, ২২ জুলাইয়ের পরিবর্তে ২৫ জুলাই বিকেল ৫টার মধ্যে স্কুলগুলিকে জমা দিতে হবে চূড়ান্ত নম্বর। স্কুলগুলির পাঠানো নম্বরের তথ্যে ভুল থাকায় তা সংশোধন করার জন্য এই বাড়তি সময় বলে বোর্ড সূত্রে খবর।
Higher Secondary Result 2021: পাশের হারে রেকর্ড গড়ল এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল
পাশের হারে রেকর্ড গড়ল এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল। গত বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেড়ে পাশের হার এবার প্রায় ৯৮ শতাংশ। এবার মোট পাশের হার ৯৭.৬৯ শতাংশ। সব জেলাতেই পাশের হার ৯০ শতাংশের বেশি।
Uccha Madhyamik Result 2021: ২৬ জুলাইয়ের মধ্যে রিভিউ করতে পারবেন পরীক্ষার্থীরা, জানিয়েছেন সংসদ সভাপতি
এবার অনেক ত্রুটি-বিচ্যুতি হয়েছে, স্কুলগুলি মাত্রাতিরিক্ত সংশোধন করেছে। এ ব্যাপারে হস্তক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই পরিস্থিতিতে ভুল হলে ২৬ জুলাইয়ের মধ্যে রিভিউ করতে পারবেন পরীক্ষার্থীরা, জানিয়েছেন সংসদ সভাপতি।
Higher Secondary Result 2021: উচ্চমাধ্যমিকে এবার পাশের হার ৯৮ শতাংশ ছুঁইছুঁই
উচ্চমাধ্যমিকে এবার পাশের হার ৯৮ শতাংশ ছুঁইছুঁই। মোট ৫০০-র মধ্যে সর্বোচ্চ নম্বর ৪৯৯ পেলেন মুর্শিদাবাদের কান্দির ছাত্রী রুমানা সুলতানা। পাশ করলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। অকৃতকার্য মাত্র ২০ হাজার পরীক্ষার্থী। অবশ্য ৬০ শতাংশ পরীক্ষার্থীর নম্বরই ৬০ শতাংশের নিচে।
Uccha Madhyamik Result 2021: উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ
এবারের উচ্চমাধ্যমিকে কলাবিভাগে ৯৭.৩৯ শতাংশ, বিজ্ঞানে ৯৯.২৮ শতাংশ এবং বাণিজ্যে পাশের হার ৯৯.৮ শতাংশ।
Higher Secondary Result 2021: উচ্চমাধ্যমিক পাশ করলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী
এবার নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২। পাশ করলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ বেড়ে পাশের হার এবার প্রায় ৯৮ শতাংশ।