Madhyamik Result 2024: SMS-এও দেখা যাবে মাধ্যমিকের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?
WB Board Madhyamik Result 2024: অন্যান্য বারের মতো এবারও জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ।
![Madhyamik Result 2024: SMS-এও দেখা যাবে মাধ্যমিকের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট? WBBSE Madhyamik Result 2024 How To Check WB Board 10th Result On Mobile SMS Madhyamik Result 2024: SMS-এও দেখা যাবে মাধ্যমিকের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/02/2d6b7166ff07709e89ba8f56cb4b17281714618982952223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ ২ মে, মাধ্যমিকের (Madhyamik Result) ফলপ্রকাশ। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। এ বছরও বোর্ডের পাশাপাশি এবিপি আনন্দের ওয়েবসাইট (ABP Ananda Website) ও মোবাইল অ্যাপে রেজাল্ট দেখার সুযোগ রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ফল ঘোষণার পাশাপাশি সকাল ৯টা ৪৫ থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট।
মাধ্যমিকের রেজাল্ট দেখতে ক্লিক করুন এই লিঙ্কে
অন্যান্য বারের মতো এবারও জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ। দিতে হবে শুধুমাত্র রোল নম্বর। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। তাহলেই এইরকম ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা মোবাইল ফোনের স্ক্রিনে।
পর্ষদ জানিয়েছে, ফল প্রকাশের পর সকাল ১০টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে মার্কশিট ও সার্টিফিকেট৷ এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।
কীভাবে মোবাইলে এসএমএস- এ নম্বর দেখা যাবে?
১। মোবাইলের এসএমএস- এ যান
২। এরপর WB 10 Roll Number (নিজের রোল নম্বরটি দিন) এই ফর্ম্যাটে টেক্সট মেসেজ লিখুন
৩। মেসেজটি পাঠিয়ে দিন 56070/56263- এই নম্বরে
এছাড়াও বোর্ডের ওয়েবসাইটেও দেখা যাবে রেজাল্ট। বোর্ডের এই দুই ওয়েবসাইটে- wbbse.wb.gov.in এবং wbresults.nic.in রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। পর্ষদ জানিয়েছে, ফল প্রকাশের পর সকাল ১০টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে মার্কশিট ও সার্টিফিকেট৷
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ফল ঘোষণার পাশাপাশি সকাল ৯টা ৪৫ থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। অন্যান্য বারের মতো এবারও জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ।
আরও পড়ুন, আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)