WBBSE Madhyamik 10th Result 2024 Live: মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়, এবারও টেক্কা জেলার
West Bengal Board Madhyamik Result 2024 LIVE: মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ।

Background
কলকাতা: মাধ্যমিকের (Madhyamik Result 2024) ফলপ্রকাশ। ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে (wb10.abplive.com)। দিতে হবে শুধু রোল নম্বর। ক্লিক করতে হবে সার্চ বাটনে।
মাধ্যমিকের ফল দেখা যাচ্ছে- এই লিঙ্কে। ক্লিক করুন
লোকসভা নির্বাচনের মধ্যেই এবার মাধ্যমিকের ফলপ্রকাশ। বৃহস্পতিবার সকাল ৯টায় এ বছরের মাধ্যমিকের ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। অন্যান্য বারের মতো এবারও জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ।
Madhyamik Result LIVE Updates: মাধ্যমিকে কোন স্থানে কতজন রয়েছে?
প্রকাশিত ২০২৪ সালের মাধ্যমিকের ফল। স্থান পেয়েছেন মোট ৫৭ জন। এ বারের মাধ্যমিকের মেধাতালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে। প্রথম স্থানে রয়েছে একজন। কোচবিহারের রামভোলা হাইস্কুলের পড়ুয়া। দ্বিতীয় স্থানে রয়েছেন একজন। তৃতীয় স্থানে রয়েছেন ৩ জন। চতুর্থ ও পঞ্চম স্থানে ১ জন করে। দশম স্থানে রয়েছেন মোট ১৮ জন।
WB Board 10th Result 2024: কৌতুহল তোমাকে শেখাবে, বাড়াতে হবে জ্ঞান পিপাসা, আগামীর পরীক্ষার্থীদের পরামর্শ চন্দ্রচূড়ের
মাধ্যমিকে (WB Board Madhyamik Result 2024) প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন। রামভোলা হাইস্কুলের ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৩। কেমন ছিল ফল জানার মুহূর্ত? কীভাবে এল এই সাফল্য? আগামীর পরীক্ষার্থীদের জন্য তাঁর কী পরামর্শ? বরাবরই মেধাবি ছাত্র চন্দ্রচূড়। মেধাতালিকায় নাম থাকবে তা নিয়েও ছিলেন আশাবাদী ছিলেন তিনি। এই সাফল্য শুধু যে তার কৃতিত্ব নয়, তাও স্পষ্ট করে দিয়েছেন চন্দ্রচূড়। প্রথম স্থানাধিকারী পডুয়া মনে করে কৌতুহল থাকলেই শেখা সম্ভব।






















