WBCSC Jobs: রাজ্যে প্রফেসর পদে চাকরির সুযোগ, এঁরা করতে পারবেন আবেদন
WBCSC Jobs: আপনি আগ্রহী হলে দ্রুত অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন। জেনে নিন কোন কোন বিষয়ে হচ্ছে অধ্যাপক নিয়োগ।
West Bengal State Eligibility Test: রাজ্যে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্ত জারি হয়েছে। ওয়েস্ট বেঙ্গস স্টেট এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে | আপনি আগ্রহী হলে দ্রুত অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।
WBCSC Jobs: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ: ১৬ অগাস্ট ২০২২
আবেদন শেষের তারিখ : ১৫ সেপ্টেম্বর, ২০২২
WBCSC Jobs: কোন কোন বিষয়ে অধ্যাপক নিয়োগ ?
01 ENGLISH
02 BENGALI
03 SANSKRIT
04 HINDI
05 URDU
06 COMMERCE
07 ECONOMICS
08 HISTORY
09 PHILOSOPHY
10 POLITICAL SCIENCE
11 EDUCATION
12 CHEMICAL SCIENCES
13 GEOGRAPHY
14 LIFE SCIENCES
15 MATHEMATICAL SCIENCES
16 PHYSICAL SCIENCES
17 SOCIOLOGY
18 PSYCHOLOGY
19 LIBRARY & INFORMATION SCIENCE
20 PHYSICAL EDUCATION
21 ELECTRONIC SCIENCE
22 COMPUTER SCIENCE
23 HOME SCIENCE
24 SANTHALI
25 MASS COMMUNICATION & JOURNALISM
26 ANTHROPOLOGY
27 EARTH SCIENCES
28 MUSIC
29 LAW
30 NEPALI
31 MANAGEMENT
32 ARABIC
33 ENVIRONMENTAL SCIENCES
West Bengal State Eligibility Test: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের স্নাতক উত্তীর্ণ হতে হবে।
WBCSC Jobs: বয়সসীমা
সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। এই বিষয়ে জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন। মনে রাখবেন, এই পদে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে|
WBCSC Jobs: আবেদন মূল্য
এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে উল্লিখিত আবেদনমূল্য দিতে হবে |জেনারেলের ক্ষেত্রে ১২০০ টাকা আবেদনমূল্য রাখা হয়েছে। বাকি পিছিয়ে পড়া (Non-creamy layer)/EW শ্রেণির জন্য ৬০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে ।এ ছাড়াও SC/ST/PWD/ Transgender শ্রেণির জন্য ৩০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।
West Bengal State Eligibility Test: নির্বাচনের পদ্ধতি
নিম্নলিখিত ধাপের মাধ্যমে প্রার্থীর নির্বাচন হবে ওয়েস্টবেঙ্গল সেট-এর নিয়ম মেনে এই প্রার্থী বাছাই হবে। সম্প্রতি আরও কিছু পদে রাজ্যে চাকরির সুযোগ তৈরি হয়েছে।
Kolkata Municipal Corporation: স্বাস্থ্যকর্মী পদে চাকরির সুবর্ণ সুযোগ দিচ্ছে কলকাতা পুরসভা (KMC)। সম্প্রতি সাম্মানিক স্বাস্থ্যকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেএমসি। আগ্রহী চাকরিপ্রার্থীরা কলকাতা পুরনিগমের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।
KMC Jobs: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ: এই পদে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২৫অগাস্ট থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। এই পদে আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
Kolkata Municipal Corporation: শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতর যোগ্যতা থাকা প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। তবে উচ্চতর যোগ্যতার অধিকারী প্রার্থীদের ক্ষেত্রে কেবল মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। মাধ্যমিক পরীক্ষায় (মাধ্যমিক বা সমমানের) প্রাপ্ত নম্বর গণনার জন্য সমষ্টি বিবেচনা করতে হবে (অতিরিক্ত পত্রে প্রাপ্ত নম্বর বাদ দিয়ে) দশম শ্রেণি পাশের যোগ্যতা দেখা হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI