এক্সপ্লোর
Advertisement
কংগ্রেসে ঊর্মিলা, বললেন, এখানে থাকতেই এসেছি, দেশে মতপ্রকাশের স্বাধীনতা বিপন্ন
নয়াদিল্লি: কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। রাহুল গাঁধীর বাসভবনে তাঁর সঙ্গে বৈঠকের পর কংগ্রেসে যোগদান করেন ঊর্মিলা। তাঁকে দলে সাদর আমন্ত্রণ জানান রাহুল গাঁধী। পরে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের প্রধান বক্তা রণদীপ সূরজেওয়ালা বলেন, দলের ভাবধারা বিস্তারে ও দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ঊর্মিলা।
‘আমি ভোটের জন্য দলে যোগদান করিনি। আমি কংগ্রেসে যোগ দিয়েছি কারণ আমি এই দলের ভাবধারায় বিশ্বাসী’- কংগ্রেসে যোগদান করে বললেন ঊর্মিলা মাতন্ডকর। লোকসভা ভোটে উত্তর মুম্বই থেকে প্রার্থী হচ্ছেন তিনি।
অভিনেত্রী বলেন, গত পাঁচ বছরে দেশে মত প্রকাশের স্বাধীনতা বিপন্ন হয়েছে। কংগ্রেস ভারতের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী দল, তাই কংগ্রেসই স্বাধীনতার পক্ষে দাঁড়াবে। তিনি আরও বলেন, দেশের এখন একজন এমন নেতার দরকার যে সবাইকে সঙ্গে নিয়ে এগোবে। রাহুল গাঁধী এমনই একজন নেতা। সূরজেওয়ালা জানিয়েছেন, রাহুল গাঁধীর সঙ্গে দলের রীতিনীতি, ভাবধারা, নিয়ম ও আদর্শ নিয়ে কথা হয়েছে ঊর্মিলার। তিনি বর্তমান যুবসমাজের কাছে পরিশ্রম ও মেধা দিয়ে মানুষের মন জেতার একজন অন্যতম আদর্শ হিসাবে বিবেচিত হবেন বলেই আশাবাদী কংগ্রেস। ঊর্মিলা মাতন্ডকরের কংগ্রেসে যোগদানের সময় মুম্বইয়ের কংগ্রেসের আঞ্চলিক কমিটির সভাপতি মিলিন্দ দেওরা ও সঞ্জয় নিরুপম উপস্থিত ছিলেন।Urmila Matondkar joins Congress in presence of party President Rahul Gandhi pic.twitter.com/7xOcwsSBn1
— ANI (@ANI) March 27, 2019
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement