Panchayat Elections Result 2023: গণনার দিন অতি সক্রিয় পুলিশ! বিজেপি প্রার্থীকেই মার, ধস্তাধস্তির অভিযোগ
দাবি এই গণনা কেন্দ্র থেকে তার ভোট লুট হয়েছে। এরপর পুলিশ তাঁকে বার করতে গেলে রীতিমতো রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে পুলিশ তাকে দূর থেকে বার করে নিয়ে যায়।
ব্যারাকপুর: ভোটের দিন অতি নিষ্ক্রিয়, গণনার দিন অতি সক্রিয় পুলিশ, বিজেপি প্রার্থীকেই মার! গণনাকেন্দ্রে ব্যালট বক্স বদলের অভিযোগে প্রতিবাদে নামল বিজেপি প্রার্থী। মঙ্গলবার ব্যারাকপুরে বিজেপি প্রার্থীকে টেনেহিঁচড়ে গণনাকেন্দ্র থেকে বের করে দিল পুলিশ। মামুদপুর পঞ্চায়েতের আট নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে টেনে বের করে দেয় পুলিশ। তৃণমূলের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা, ভোট লুঠের অভিযোগ ওঠে। অনেক লড়াই দিয়েছি, আর পারলাম না, বলছেন বিজেপি প্রার্থী বরুণ সর্দার।
ভোট গণনা শুরু থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ব্যারাকপুর ওয়ান ভোট গণনা শুরু হতেই মামুদপুর পঞ্চায়েতের আট নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বরুণ সর্দার গণনা কেন্দ্রের ভেতরেই যারা ভোট গুনতে এসছে এবং তৃণমূলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তার দাবি এই গণনা কেন্দ্র থেকে তার ভোট লুট হয়েছে। এর পর পুলিশ তাঁকে বার করতে গেলে রীতিমতো রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে পুলিশ তাকে দূর থেকে বার করে নিয়ে যায়।
আলিপুরদুয়ার
আলিপুরদুয়ারের ফালাকাটার ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েত আসনে ১ ভোটে হার বিজেপির জেলা সভাপতি ভূষণ মোদকের। দাঁড়াতে চাইনি, সময় দিতে পারিনি তাই হয়তো মানুষ মেনে নেয়নি। হারের পর প্রতিক্রিয়া বিজেপি জেলা সভাপতির। সমর্থন জানিয়ে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের দাবি, সিদ্ধান্তে ভুল ছিল। তবে ২০১৮-র তুলনায় এবার ফল ভাল হয়েছে, দাবি বিজেপি বিধায়কের।
কোচবিহার
গণনাকেন্দ্রে ব্যালটে কালি ও জল ঢালার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের ১ নম্বর ব্লকে ব্যাপক উত্তেজনা। ১০০টি ভোটের মধ্যে ৯৮টি পায় বিজেপি, ২টি ভোট পায় তৃণমূল। তারপরই ব্যালটে কালি ও জল ঢালে তৃণমূল, অভিযোগ বিজেপির। আটক তৃণমূলের অভিযুক্ত মহিলা প্রার্থী।
পূর্ব বর্ধমান
গণনা কেন্দ্র থেকে দু'বাণ্ডিল ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে ধরা পড়লেন তৃণমূল প্রার্থী। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী রূপসোনা মণ্ডলের কাছ থেকে উদ্ধার হয় ব্যালট পেপার। অভিযুক্ত তৃণমূল প্রার্থীকে জামালপুর থানায় নিয়ে যাওয়া হয়। (ভাল ছবি)
কালনা
সিপিএমের টিকিটে জিতেই তৃণমূলের ঝান্ডা ধরলেন কালনা ১ নম্বর ব্লকের কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর আসনের প্রার্থী গীতা হাঁসদা। তৃণমূল প্রার্থীকে ২৩ ভোটে হারিয়েছেন সিপিএম প্রার্থী। আগে তৃণমূলই করতাম। পারিবারিক কারণে সিপিএমে গিয়েছিলাম। একা সিপিএম হয়ে পঞ্চায়েতে কোনও উন্নয়ন করতে পারব না। তাই তৃণমূলে যোগদান, দাবি সিপিএমের টিকিটে জেতা মহিলা প্রার্থীর।
ভাতার
ভাতারের আমারুন হাইস্কুলের গণনা কেন্দ্র থেকে সিপিএমের । এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গণনা কেন্দ্রের বাইরে বিক্ষোভ সিপিএমের। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।