Panchayat Election: BJP প্রার্থীকে কলার ধরে সপাটে চড়! কাঠগড়ায় ওসি
Jhargram: আক্রান্ত বিজেপি প্রার্থী ক্যান্সার আক্রান্ত, দাবি পরিবারের।
![Panchayat Election: BJP প্রার্থীকে কলার ধরে সপাটে চড়! কাঠগড়ায় ওসি Jhargram, BJP candidate in jela parishad slapped by police, video Viral Panchayat Election: BJP প্রার্থীকে কলার ধরে সপাটে চড়! কাঠগড়ায় ওসি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/26/8724db7e6eb3e493413e963ff5ce57721687795984986385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অমিতাভ রথ, হাওড়া: ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীকে সপাটে চড় পুলিশের! বিজেপির জেলা পরিষদের প্রার্থী শুভঙ্কর মাহাতোকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মারধরের অভিযোগে কাঠগড়ায় সাঁকরাইল থানার ওসি। তিনিই কলার ধরে বিজেপির জেলা পরিষদের প্রার্থীকে চড় মারেন বলে অভিযোগ। গোটা ঘটনার ভিডিও ভাইরাল রয়েছে। চড়ের আঘাতে মাটিতে পড়ে যান ওই ব্যক্তি।
আক্রান্ত বিজেপি প্রার্থী ক্যান্সার আক্রান্ত, দাবি পরিবারের। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি পুলিশের তরফে।
আক্রান্ত প্রার্থীর ভাইপো সৌমেন মাহাতো বলেন, 'যেদিন থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন। সেদিন থেকে অত্যাচার করছে পুলিশ। রাতবিরেতে বাড়িতে আসছে। প্রার্থী তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে ওসি। একদিন রাত ১২টায় এসেছে। একদিন রাত তিনটায় এসে বাড়ির দরজায় ধাক্কা দিয়েছে। বাড়িতে অন্য লোক আছে। বাচ্চা আছে। সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে।'
তাঁর আরও অভিযোগ, পাশেই একজন ছিলেন পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছিলেন, তাঁর বাড়িতে গিয়ে মারধর করছিল, সেখানেই শুভঙ্কর যেতে তাঁকেও মারধর করা হয়। যেহেতু ওসি এমন করছেন, ফলে পুলিশের কাছেও অভিযোগ জানাতে পারেননি বলে দাবি পরিবারের।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই প্রার্থীকে কলার ধরে হেনস্থা করার সময় এক মহিলা ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভও দেখিয়েছে বিজেপি।
রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'তৃণমূল গত সাত বছর পুলিশকে দিয়ে ব্লক পরিচালনা করছে। পুলিশ, সিভিক ভলান্টিয়ার, গুণ্ডা-দুষ্কৃতীদের দিয়ে মনোনয়ন প্রত্যাহার করাচ্ছে তৃণমূল। একজন ক্যানসার আক্রান্তকে পুলিশ মারধর করছে, এটা কী ভোট হচ্ছে?' স্থানীয় তৃণমূল নেতার দাবি, 'প্রশাসনিক স্তরে কী ঘটেছে সেটা প্রশাসন বলতে পারবে।'
বিজেপি নেতার বাড়িতে বোমা:
পঞ্চায়েত ভোটের মুখে, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিজেপি নেতার বাড়িতে। বোমা ও আগ্নেয়াস্ত্রের ভাণ্ডারের হদিশ। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আবহে দিকে দিকে বোমা-বন্দুকের আস্ফালনের মধ্যেই এই ঘটনায় তীব্র শোরগোল শুরু হয়েছে। হরিলাল দেবনাথ, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের, ৩৫ নম্বর মণ্ডলের বিজেপির ওবিসি মোর্চার সভাপতি। জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের বেতপুকুর গ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে খবর, রবিবার সম্পত্তি-বিবাদ সংক্রান্ত অশান্তির অভিযোগ পেয়ে বিজেপি নেতার বাড়িতে যায় নাদনঘাট থানার পুলিশ (Nadanghat Police Station)। পুলিশ (Police) সূত্রের দাবি, সেই সময় তল্লাশি চালিয়ে, বিজেপি নেতার গোয়াল ঘর থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬টি সকেট বোমা উদ্ধার করা হয়। বিজেপির কাটোয়া সংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেছেন, 'হরিলাল দেবনাথ আমাদের বুথে ভাল কার্যকর্তা। নির্বাচনের মুখে তৃণমূলের যে খেলা, এই কেস দাও। এটাও তাই।' পাল্টা পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেছেন, 'বিজেপির ঘরেও যো বোমা মেলে, এবার তা রাজ্যপালের এসে দেখে যাওয়া উচিত'।
আরও পড়ুন: কতবার দুধ ফোটান? পদ্ধতি কি ঠিক? পুষ্টিগুণ নষ্ট হচ্ছে না তো?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)